২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

-

বগুড়ার শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন এবং একই স্থানে মহাসড়ক পারাপার হতে নিয়ে নারীসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিনজন।

আজ বৃহস্পতিবার ভোর রাতে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার মহিপুর (হাজি হাজিপুর) নামক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতদের দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার কাকিনা গ্রামের খয়ের উদ্দিনের পুত্র হাফিজুল ইসলাম (৩৫)। এবং অপর ঘটনায় নিহত নারী আমেনা বেগম (৫০) হাজীপুর এলাকায় মৃত আব্দুল হামিদের স্ত্রী।

আহতরা হলেন, গাইবান্দা জেলার সাদুল্লাপুর থানার ছোটগাছা গ্রামের আ: রাজ্জাকের ছেলে মেহেদী হাসান (২০), বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার সাহেবপুর গ্রামের রফিক হাওলাদারের ছেলে শাহিন (৩০)।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টায় বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার মহিপুর (হাজি হাজিপুর) নামক স্থানে ঢাকাগামী কলাবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-২২-৯৬৪৫) সাথে বিপরীতমুখী রড বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১১-৮২৬৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুর্ঘটনাকবলিত রডবোঝাই ট্রাকের পিছনে আরেকটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট-১১-৯৬৪৯) ধাক্কা দেয়। এতে রড বোঝাই ট্রাকের হেলপার এবং কলাবোঝাই ট্রাকের চালক ও হেলপার নিহত হন। এছাড়াও আরো তিনজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার কারণে ভোর ৫টা থেকেই ঢাকা-বগুড়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। অপরদিকে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হলে নাতী শাহরিয়ারকে (৭) স্কুলবাসে উঠিয়ে দেয়ার জন্য মহাসড়ক পারাপারের সময় একই স্থানে সকাল ৭টায় বাসচাপায় আমেনা বেগম নিহত হয়েছেন। জানা গেছে, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি আটক করা যায়নি।

শেরপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফারুক আহম্মেদ ও ফিরোজ আহম্মেদ বলেন, তিনটি ট্রাকের সংঘর্ষের কারণে দুর্ঘটনার পর থেকেই প্রায় তিন ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাকগুলো সরিয়ে নেয়ার পর সকাল সাড়ে ৭টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


আরো সংবাদ



premium cement
গাজায় সাহায্য বাড়াতে ইসরাইলকে নির্দেশ আইসিজের দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ বস্ত্র-পাট খাতে চীনের বিনিয়োগ চায় বাংলাদেশ জামালপুরে সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ ‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা বছরে পৌনে ৩ লাখ মানুষের মৃত্যু দূষণে

সকল