১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

গৃহবধুকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

গৃহবধুকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১ - ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় বুলবুলি খাতুন ওরফে বুদি (৪৫) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। নিহত বুলবুলির সৎ ছেলে মুঞ্জু আকন্দ বাদি হয়ে ২২জন নামীয় ও অজ্ঞাত ২৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ মামলার এক আসামীকে গ্রেফতার করেছে।

মামলায় উল্লেখ করা হয়, নলডাঙ্গা গ্রামের মৃত নজর আলী আকন্দের ছেলে আলী আকন্দের সাথে একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আবু বক্করের মধ্যে এলাঙ্গী মৌজার ৫টি দাগে ২.৮১ একর জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। গত ২৪ আগস্ট সকাল ৮টায় নলডাঙ্গা ঈদগাহ মাঠের পশ্চিমে ৭৪৯১ নং দাগের জমিতে আবু বক্করের লোকজন অবৈধ ভাবে দখল নিতে যায়। এ ঘটনায় আলী আকন্দের লোকজন তাদের বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের মারপিট করে। তাদের মারপিটে বুলবুলি খাতুনসহ কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে বুলিবুলি খাতুনের অবস্থা আশংকাজনক হওয়ায় সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৯টায় বুলবুলি খাতুন মারা যান।

মামলায় নলডাঙ্গা গ্রামের পিয়ার আলী আকন্দের ছেলে আব্দুল আলিম আকন্দ (৩৮) সহ ২২জনের নাম উল্লেখ করে এবং আরো ২৪/২৫জনকে অজ্ঞাত আসামী করে মঙ্গলবার রাতে ধুনট থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ওই মামলার ৫নম্বর আসামী নলডাঙ্গা গ্রামের জোব্বার আলীর ছেলে জাহাঙ্গীর আলমকে (৪০) গ্রেফতার করেছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, মামলাটি তদন্ত এবং আসামীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।


আরো সংবাদ



premium cement
শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল! অসুস্থ নেতাকর্মীদের পাশে সালাম-মজনু

সকল