১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

- ছবি : নয়া দিগন্ত

বগুড়ায় স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার কারা মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবীতে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ আন্দোলন ছাড়া কোন দাবী আদায় হবে না। এ আন্দোলনে স্বেচ্ছাসেবকদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে সোমবার নেতৃবৃন্দ এসব কথা বলেন।

শহরের নবাববাড়ী সড়কের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারর্পাসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর তালুকদার হেনা, ওমর ফারুক খান, কে.এম খায়রুল বাশার, সহিদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, শামিমা আক্তার পলিন। যুবনেতা খাদেমুল ইসলাম খাদেম, জাহাঙ্গির আলম, ছাত্রনেতা আবু হাসান ও নুরে আলম সিদ্দিকী রিগ্যান।

এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মোশারফ হোসেন স্বপন, স্বেচ্ছাসেবকদলের নেতা রাকিবুল ইসলাম শুভ, মাসুদ সরকার কনক, সুলতান আহমেদ তুহিন, খন্দকার মাহমুদুর রহমান শিমু, আসিফ মাহমুদ, রাজু আহমেদ, আজাদ রহমান, শাহ আলম জনি, ফারুক প্রধান, রবিউল ইসলাম রতন, জাহাঙ্গির মানিক সরকার, অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব, ফয়সাল রহমান শুভ, সুজন তালুকদার, পারভেজ পশারী নাইস, শিহাব শাহারিয়ার রাসেল, শাহিদ শেখ, শ্যামল খান প্রমুখ।

এ উপলক্ষ্যে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন , শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, পায়রা-বেলুন উড়ানো ও কেক কাটা করা হয়। পরে প্রতিষ্ঠাবর্ষিকীর কেক কেটে তা নেতাকর্মীরা না খেয়ে স্থানীয় একটি এতিমখানায় দান করেন। এ কর্মসূচীতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। দীর্ঘ দিন পর স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে দলীয় কার্যালয় এলাকা।


আরো সংবাদ



premium cement
মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান

সকল