২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বন্যার্ত ৪০০ পরিবারের মাঝে এসপিডির ত্রাণসামগ্রী বিতরণ

- ছবি : নয়া দিগন্ত

সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সেবামূলক সংগঠন স্টেপস ফর পিপল ডেভেলপমেন্ট (এসপিডি)। শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানার খোকশাবাড়ী ইউনিয়নের দৌলতপুর গ্রামে ত্রাণসামগ্রী বিতরণ করেন সংগঠনের সেচ্ছাসেবকরা।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো শুকনো জাতীয় খাবার চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট, মোমবাতি, স্যালাইন, গুড়োদুধ, দিয়াশলাই, লবণ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি। বন্যা দুর্গত খোকশাবাড়ি, শেলাবাড়ী পাঁচিল, দিয়ার পাচিল, খলিশাকুড়া ব্রাম্মনবয়ড়াসহ আশপাশের গ্রামের মানুষদের মাঝে এগুলা বিতরণ করা হয়।

২০০৭ সালের ভয়াবহ বন্যাসহ বিভিন্ন প্রাকতিক দুর্যোগে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এই সংস্থাটি। বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, পরিবেশ, কৃষি, পুনর্বাসন, দুঃস্থদের সহযোগিতাসহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে।


আরো সংবাদ



premium cement