২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

রাণীনগরের সেই বেড়িবাঁধ ভেঙ্গে ৩টি গ্রাম প্লাবিত : পানিবন্দি প্রায় ১৫ হাজার মানুষ

-

নওগাঁর রাণীনগরের নান্দাইবাড়ি-মালঞ্চি বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। শুক্রবার ভোর রাতে এই বেড়িবাঁধটি ভেঙ্গে যায়। এতে করে ওই এলাকার তিনটি গ্রাম প্লাবিত হওয়ায় প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পরেছে। তবে নদীতে পানির গতিবেগ কম থাকায় ক্ষয়ক্ষতি কম হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উত্তরের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নদী ফুঁসে উঠে। এতে রাণীনগর উপজেলা দিয়ে বয়ে যাওয়া নওগাঁর ছোট যমুনা নদীর নান্দাই বাড়ী-মালঞ্চি বেড়ি বাঁধের কয়েক জায়গায় ফাটল দেখা দেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান এলাকাবাসিকে নিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করেন। অবশেষে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পানির চাপে শুক্রবার ভোর রাতে নান্দাই বাড়ি মাদরাসার দক্ষিণে প্রায় ৩০ ফিট বাঁধ ভেঙ্গে যায়। এতে ওই এলাকার নান্দাই বাড়ি, মালঞ্চি, কৃষ্ণপুর এলাকা প্লাবিত হয়ে যায়। এতে ওই তিন গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে প]েছে।

খবর পেয়ে সকালে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করে বাঁধ রক্ষার চেষ্টা করছেন।

গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান বলেন, বাঁধটি প্রায় ৪০ বছর ধরে সংস্কার না করায় চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার কারণে ভেঙ্গে গেছে। এতে করে নদীর তীরবর্তি কয়েকটি গ্রাম পানিতে প্লাবিত হয়ে গেছে। এছাড়াও নওগাঁ-আত্রাই সড়কের বেশকিছু জায়গা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেইসব ঝুঁকিপূর্ণ স্থান স্থানীয় ইউনিয়ন পরিষদের সহায়তায় স্থানীয়রা রক্ষা করার চেষ্টা করা হচ্ছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড ও রাণীনগর উপজেলা প্রশাসনের সহায়তায় ভেঙ্গে যাওয়া বাঁধ রক্ষার চেষ্টা করা হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ও ক্ষতির পরিমাণ নিরূপন করে তাদের জন্য সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শুধাংসু কুমার সরকার বলেন, ভেঙ্গে যাওয়া বাঁধটি লোকালি করা হয়েছে। এটি আমাদের আওতায় না, তারপরেও মানবিক কারণে সংস্কার করতে সহায়তা করছি।

তিনি বলেন, বর্তমানে নওগাঁর ছোট যমুনা নদীতে বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থায় পানি প্রবাহিত হচ্ছে। তবে পানি কিছুটা কমতে শুরু করেছে।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে? গাজায় রিজার্ভ ব্রিগেড মোতায়েন ইসরাইলের

সকল