২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ধানের শীষের গণসংযোগে হকিস্টিক ক্রিকেট ব্যাট নিয়ে ঝাঁপিয়ে পড়লো

- ফাইল ছবি

বগুড়া সদর উপনির্বাচনে বিএনপি প্রার্থী গোলাম মোঃ সিরাজের গণসংযোগে হামলা করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এতে ধানের শীষের কমপক্ষে ১০ জন কর্মী সমর্থক আহত হয়েছেন।

বগুড়া জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান সাংবাদিকদের জানান, বিএনপি প্রার্থী গোলাম মোঃ সিরাজসহ দলের নেতাকর্মীরা সোমবার সকাল থেকে সদরের সাবগ্রাম, রাজাপুর ও শাখারিয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেন।

সিরাজসহ অন্যান্য নেতাকর্মীরা দুপুর দেড়টার দিকে শাখারিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে পৌঁছলে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ উদ্দিন মন্ডল (প্রতীক আপেল) তার কর্মীদের নিয়ে গ্রামে গণসংযোগে বাধা দেন। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে মিনহাজ ও তার লোকেজন লাঠিসোটা, হকিস্টিক ও ক্রিকেট ব্যাট নিয়ে ধানের শীষের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে।

এসময় ধানের শীষ কর্মী সদর থানা ছাত্রদলের আহবায়ক সিফাত সরকার (২৫) ও শ্রমিকদল বগুড়া সদর থানা কমিটির সাংগাঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (৪৫) মাথায় আঘাত পান। এছাড়া আরো কয়েকজন নেতাকর্মী আঘাত পেয়েছেন। তখন বিএনপি নেতাকর্মীরা প্রতিবারোধ গড়ে তোলে।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মিনহাজের সাথে যোগাযোগ করলে ফোন রিসিভ করেননি।

এ ঘটনার সময় সেখানে পুলিশ ছিল না। তাই এ ঘটনায় পুলিশ কিছু জানে না বলে জানিয়েছেন সদর থানার ওসি এসএম বদিউজ্জিামান ।

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী মিনহাজ মালয়েশিয়া প্রবাসী। সেখানে তিনি ব্যবসা করেন বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement