১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বিএনপির সিরাজ-বাদশা, আ.লীগের নিকেতাসহ ৭ জনের মনোনয়নপত্র দাখিল

বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন জেলা বিএনপির আহ্বায়ক জিএম সিরাজ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা - নয়া দিগন্ত

আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত বিএনপি, আ’লীগ, জাতীয় পার্টির প্রার্থীসহ ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি গোলাম মোঃ সিরাজ ও সাবেক জেলা সভাপতি রেজাউল করিম বাদশা, আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা, জাতীয় পার্টি মনোনীত জেলা জাপার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর, বাংলাদেশ কংগ্রেসের জেলা সভাপতি মনসুর রহমান, মুসলিম লীগের প্রার্থী মুফতি মাওলানা রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোটর শ্রমিক নেতা সৈয়দ কবির আহমেদ মিঠু ।
বেলা ২ টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ’র কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপি প্রার্থী জিএম সিরাজ। একই সময় অপর প্রার্থী রেজাউল করিম বাদশাও তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী বেলাল, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর হেনা, আহসানুল তৈয়ব জাকির, একেএম তৌহিদুল আলম মামুন, ওমর ফারুক খান প্রমুখ।
এর আগে বেলা একটার দিকে আওয়ামী লীগ প্রার্থী টি জামান নিকেতা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, মন্জুরুল আলম মোহন, যুবলীগ সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল