২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী খালেদা জিয়াসহ ৫ জন

- ফাইল ছবি

আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৫ জনকে দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে বলে জানা গেছে।

অপর প্রার্থীরা হলেন, বগুড়া জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি জিএম সিরাজ, সাবেক জেলা সভাপতি ও বগুড়া পৌর সভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা ও সাবেক সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন ।

তারা ২৩ মের মধ্যে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র দাখিল করবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় যেকোন একজন বাদে অন্যদের প্রার্থিতা প্রত্যাহার করা হবে। মঙ্গলবার জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের বৈঠক শেষে এমন সিদ্ধান্ত জানানো হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

শহীদ জিয়ার মাজারে পুস্প স্তবক অর্পন
বগুড়া জেলা বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ মঙ্গলবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুস্পমাল্য অর্পন করে তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল।

আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া পৌর সভার মেয়র বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা একেএম মাহবুবর রহমান ও মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, মোঃ জয়নাল আবেদীন চাঁন, কাজী রফিকুল ইসলাম, মোঃ মাহবুবুর রহমান হারেজ, আলী আজগর তালুকদার হেনা, রেজাউল করিম বাদশা, একেএম আহসানুল তৈয়ব জাকির, শাহজাদী লায়লা আরজুমান, এম আর ইসলাম স্বাধীন, মোঃ হামিদুল হক চৌধুরী হিরু, মোঃ তৌহিদুল আলম মামুন, মোঃ সহিদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাহিন, মোঃ এনামুল কাদের এনাম, মোঃ ওমর ফারুক খান, কেএম খায়রুল বাশার, মোঃ সাইদুজ্জামান শাকিল, মোঃ মনিরুজ্জামান মনির, শামিমা আকতার পলিন, মোঃ মোর্শেদ মিলটন।

এর আগে আ’লীগের মনোনয়ন পেয়েছেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা , জাতীয় পার্টির প্রার্থী জেলা সাধারন সম্পাদক নূরুল ইসলাম ওমর । এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন সাবেক এমপি সাইফুর রহমান রাজ ভান্ডারী, শ্রমিক নেতা সৈয়দ কবির আহমেদ মিঠুসহ ৪ জন।


আরো সংবাদ



premium cement
মেক্সিকোয় মেয়র প্রার্থী ছুরিকাঘাতে নিহত রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহেও ক্লাস বন্ধ ঘোষণা দেশীয় খেলাকে সমান সুযোগ দিন : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের শোষণ থেকে জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে : মিয়া গোলাম পরওয়ার সিংড়ায় প্রতিমন্ত্রীর শ্যালককে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ আ’লীগের চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল

সকল