২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

তাড়াশে অশ্লীলতা ও জুয়ামুক্ত যাত্রা উৎসব

যাত্রাপালার একটি দৃশ্য - ছবি : নয়া দিগন্ত

অপসংস্কৃতির কালো থাবায় নাট্যশিল্প বিধ্বস্ত। তাই সুস্থ্য ধারার যাত্রা শিল্পকে লালন, অশ্লীলতা ও জুয়ামুক্ত এবং স্বপরিবারে উপভোগ্য স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে ২ দিনব্যাপী যাত্রা উৎসব শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাতে তাড়াশ উপজেলা পরিষদ মিলায়তনে এই যাত্রা উৎসবের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ।

চলনবিল নাট্য সংসদের উদ্দ্যোগে সংগঠনের সভাপতি জহরুল ইসলাম জহিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন, নারী ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান বাবুল শেখ প্রমুখ।

উল্লেখ্য, ‘দেবী সুলতানা’ ও ‘মা মাটির মানুষ’ দুটি যাত্রাপালায় অভিনয় করছেন চলনবিল নাট্য সংসদের শিল্পীবৃন্দ।


আরো সংবাদ



premium cement