২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
বৃহস্পতিবার বগুড়া যাচ্ছেন বিএনপি মহাসচিব

শাহীন হত্যার বিচার দাবিতে বিএনপির মানববন্ধন

বগুড়া সদর উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম - নয়া দিগন্ত

বগুড়া জেলা বিএনপির প্রশিক্ষণ সম্পাদক, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনের হত্যাকারীরা গত তিনদিনেও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। তারা বলেছেন, প্রশাসন গ্রেফতার না করলে বগুড়াবাসী তাদের রাজপথে বিচারের ব্যবস্থা করবে।

এদিকে হত্যাকান্ডে জড়িত আসামীদের গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি। ৫ দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের স্টেশন রোডস্থ বগুড়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

এ সময় তিনি বলেন, বিএনপি নেতা শাহীন স্বচ্ছ রাজনীতিবিদ ছিলেন। তাকে কেন হতা করা হলো। প্রশাসন জানলেও অভিযুক্ত আসামীদের গ্রেফতার করছে না। তাদের গ্রেফতার করা না হলে রাজপথে খুনীদের বিচারের ব্যবস্থা করা হবে। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, চেয়ারপারসনের উপদেষ্টা ও পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, লাভলী রহমান, রেজাউল করিম বাদশা, ফজলুল বারী বেলাল, ডাক্তার মামুনুর রশিদ মিঠু, এম আর ইসলাম স্বাধীন, নাজমুল হুদা পপন, শ্রী পরিমল চন্দ্র, কেএম খায়রুল বাশার, আব্দুল ওয়াদুদ, শাহ মেহেদী হাসান হিমু, এসএম রফিকুল ইসলাম, মিজানুর রহমান, শহিদুল ইসলাম খোকন, তৌহিদুল ইসলাম বিটু, দেলোয়ার হোসেন হিরু, শাহাবুল আলম পিপলু, ফারুকুল ইসলাম, হাসানুজ্জামান পলাশ, নুরে আলম সিদ্দিকী রিগ্যান, লিটন শেখ বাঘা প্রমুখ।

বৃহস্পতিবার বগুড়া যাচ্ছেন মির্জা ফখরুল

নিহত শাহীনের পরিবারের সাথে সাক্ষাৎ করতে বৃহস্পতিবার বগুড়া যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বৃহস্পতিবার সকাল ১০টায় মরহুমের বাসা বগুড়া শহরের ধরমপুরে পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। এসময় তার সাথে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ থাকবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

আইনজীবিদের মানববন্ধন

বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য মাহবুব আলম শাহীনের হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে অ্যাডভোকেটস বার সমিতি। বুধবার বিকেল ৩টায় জজকোর্ট এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করেন আইনজীবিরা।

এতে বার সমিতির সভাপতি আতাউর রহমান মুক্তা, সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম, আব্দুল বাছেদ, নাজমুল হুদা পপন, আব্দুল মান্নান মন্ডলসহ নেতাকর্মীরা অংশ নেন।

বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য মাহবুব আলম শাহীনের হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে অ্যাডভোকেটস বার সমিতি। বুধবার বিকেল ৩টায় জজকোর্ট এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করেন আইনজীবিরা।

এতে বার সমিতির সভাপতি আতাউর রহমান মুক্তা, সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম, আব্দুল বাছেদ, নাজমুল হুদা পপন, আব্দুল মান্নান মন্ডলসহ নেতাকর্মীরা অংশ নেন।


আরো সংবাদ



premium cement
মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু আল-আকসায় কোনো ধরণের সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হলো তৃতীয় জুমআর জামাত ‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’ গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান

সকল