১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আত্নসমর্পনকারী মাদক কারবারীদের আইনি সহায়তা দেয়া হবে : আইজিপি

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন, শুধু অভিযান চালিয়ে আইশৃৃংখলা বাহিনীর একার পক্ষে দেশ মাদক ও জঙ্গীমুক্ত করা সম্ভব নয়। এ জন্য গণমাধ্যমসহ সকলের সহযোগিতা প্রয়োজন।

সরকার এক্ষেত্রে জিরো টরারেন্স। যেসব মাদক কারবারী আত্নসমর্পন করবে তাদেরকে আইনি সহায়তা দেয়া হবে। কিন্তু যারা এ ডাকে সাড়া দেবে না তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে।

তিনি মঙ্গলবার বিকেলে বগুড়া পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া বিপিএম (বার) এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন।

পুরস্কার বিতরন করেন পুলিশ নারী কেন্দ্রের সভাপতি হাবিবা জাবেদ। সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য হাবিবর রহমান, বগুড়ার ডিসি ফয়েজ আহাম্মাদ, পুলিশের বিভিন্ন জেলার এসপিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement