২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

আওয়ামী শাসন আমলে ডাকসু নির্বাচন কখনোই সুষ্ঠু হয়নি : জেএসডি

- ফাইল ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারন সম্পাদক আবদুল মালেক রতন এক বিবৃতিতে বলেছেন, আওয়ামী শাসনামলে ডাকসু নির্বাচন কখনোই সুষ্ঠু হয়নি।

নেতৃবৃন্দ সাধারণ ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের দাবী মতে বিতর্কিত নির্বাচন বাতিল ঘোষণা করে নতুনভাবে নির্বাচনের সময়সূচি দেয়ার দাবী জানান। আজ এক বিবৃতিতে তারা একথা বলেন।

তারা আরো বলেন, ৭৩ এর ডাকসু নির্বাচনে জেএসডি সমর্থিত ছাত্রলীগের মাহবুব-জহুর পরিষদ ৮০ ভাগ ভোট পেয়ে যখন বিজয়ী হচ্ছিল তখন ব্যালট বাক্স হাইজ্যাক করে এ বিজয় ছিনিয়ে নেয়া হয়। ২৮ বছর ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকদের দীর্ঘ প্রত্যাশিত ডাকসু নির্বাচন দিতে বাধ্য হলেও ভোট গ্রহনের স্থান নিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের মতামত প্রত্যাখ্যান, আজকে নির্বাচনের দিনও বিরোধী প্যানেলের প্রার্থীদের উপর হামলা, আগের রাতে ব্যালট বাক্সে ভোট ভরে রাখা ইত্যাদির মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের মত ছাত্রদের নির্বাচনও এই সরকারের আমলে সুষ্ঠু হবেনা তা পরিস্কার হয়ে গেল।

তবে অতীতে যারাই ছাত্র-ছাত্রীদের নির্বাচনের উপর হস্তক্ষেপ করতে গিয়েছে তাদেরকে যেমন কঠোর আন্দোলন মোকাবেলা করতে হয়েছে বর্তমান সরকারকেও এ আন্দোলন থেকে কেউ রক্ষা করতে পারবেনা।


আরো সংবাদ



premium cement