২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

উপজেলা পরিষদ নির্বাচন : রাণীনগরে সম্ভাব্য প্রার্থীর ছড়াছড়ি

উপজেলা নির্বাচন
সম্ভাব্য প্রার্থীরা - ছবি: সংগৃহীত

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে নওগাঁর রাণীনগর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর হিড়িক পড়েছে। এ উপজেলায় তিনটি পদে কমপক্ষে ২০ জন সম্ভাব্য প্রার্থী হিসেবে দৌড়ঝাঁপ শুরু করেছেন। বিএনপি তথা ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ না নেয়ার ইঙ্গিতে সরকার দলীয় সম্ভাব্য প্রার্থী বেড়েছে বলে জানা গেছে।

সরকারদলীয় বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যারা মাঠে রয়েছেন তারা হলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় এমপি ইসরাফিল আলমের বড় ভাই আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র উপদেষ্টা ও বড়গাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান নুরল, কার্যনির্বাহী সদস্য ও একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক শহিদুল ইসলাম, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আবু তালেব জলসা, যুবলীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক জারজিস হাসান মিঠু, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মতিউর রহমান, রাণীনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফাত হোসেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মমতাজ বেগম সাথী, সাধারণ সম্পাদক মর্জিনা বিবি, যুব মহিলা লীগের সম্পাদিকা রোমানা হাসান ফেন্সী ও চাতকি আক্তার।

ইতিমধ্যে এসব সম্ভাব্য প্রার্থীরা দোয়া, সর্মথন ও সহযোগিতা চেয়ে বিভিন্ন পোস্টার, লিফলেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে বিএনপি তথা ঐক্যফ্রন্ট নেতাকর্মীরা নিরব থাকলেও শেষ পর্যন্ত যদি তারা নির্বাচনে অংশ নেয় সেক্ষেত্রে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, রাণীনগর থানা বিএনপির সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, একডালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারব হোসেন, গোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল হক বেলাল।

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারেক মোল্লাহ জানান, যেহেতু দলীয় প্রার্থীর সংখ্যা অনেক বেশি সেহেতু উপজেলা এবং জেলা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে দুয়েক দিনের মধ্যেই দলীয় সম্ভাব্য প্রার্থিতা নির্ধারণ করা হবে।


আরো সংবাদ



premium cement