২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সিরাজগঞ্জ জাতীয় জুটমিলে ভয়াবহ অগ্নিকান্ড

- ছবি : নয়া দিগন্ত

সিরাজগঞ্জ জাতীয় জুটমিলের তাঁত সেক্টরে বুধবার ভোর সাড়ে ৬ টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আড়াই ঘন্টা কাজ করে এ আগুন নিয়ন্ত্রণে আনে ।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোঃ আব্দুল হামিদ জানান, বুধবার ভোরে জাতীয় জুটমিলে অগ্নিকান্ডের খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। প্রথম দফা একটি ইউনিটে চেষ্টার পর ব্যার্থ হয়ে কামারখন্দসহ আরো চারটি ইউনিটকে খবর দেয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে এলে মোট পাঁচটি ইউনিট একযোগে চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরো বলেন, আগুন পাটের চট ও পাটের বস্তার বেল এ ধরে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ জাতীয় জুটমিলের মহা ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম বলেন, মিলের তাঁত সেক্টরে আগুনের সূত্রপাত হলেও তার পাশে রাখা পাটের বস্তার বেল এর মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে আগুনের ভয়াবহতা প্রাথমিক অবস্থায় নিন্ত্রণের বাইরে চলে যায়। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে তাৎক্ষণিক ভাবে হিসেব করা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি জানান।

এব্যাপারে জাতীয় জুট মিলের প্রসাশনিক কর্মকর্তা সাফায়েত জামিলকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ভোর ৫টায় যখন মিলের গেট খুলে দেয়া হয় তখন আগুন দেখা যায়নি। ভোর ৬টার সময় অগ্নিকান্ডের সূত্রপাত হয় ।
সচেতন মহলের দাবী তদন্তের সময় যেন নাশকতার বিষয়টি মাথায় রেখে তদন্ত করা হয় ।


আরো সংবাদ



premium cement
বিশ্বের অন্যতম স্মার্ট হজ ব্যবস্থাপনা হবে বাংলাদেশে : ধর্মমন্ত্রী সিলেটে ৪৪ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ৪ অবৈধ সম্পদ : এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে চাপম্যান-আফ্রিদির উন্নতি থানচিতে ট্রাকে দুর্বৃত্তদের গুলি চীনের আনহুই প্রদেশের সাথে ডিএনসিসি’র সমঝোতা স্মারক সই আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ : ২ শতাধিক ককটেল বিষ্ফোরণ, আহত ৫ রাঙ্গামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে নিহত ৬, আহত ৮ প্রতিবাদ সমাবেশকারীদের গ্রেফতারের নিন্দা জামায়াতের ‘সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না’ ফরিদপুরে বেইলি ব্রিজ অপসারণ করে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

সকল