১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সিংড়ায় জমি নিয়ে বিরোধে নিহত ১, আহত ১৫

সিংড়ায় জমি নিয়ে বিরোধে নিহত ১, আহত ১৫ - নয়া দিগন্ত

জমি নিয়ে বিরোধের জের ধরে নাটোরের সিংড়ায় দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩১)। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে আরো ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার দুর্গম পল্লী ২নং ডাহিয়া ইউনিয়নের মাধা বাঁশবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর সদর হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ, বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে সিংড়া উপজেলার মাধা বাঁশবাড়িয়া গ্রামে চলনবিলের এক খন্ড জমি নিয়ে ডাহিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য কামাল হোসেনের সাথে প্রতিপক্ষ সালাম ও কালাম নামে দুই ভাইয়ের বিরোধ চলে আসছিলো। শুক্রবার দুপুর ১২টায় ইউপি সদস্য কামাল হোসেনের নেতৃত্বে একদল লোক ওই বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়।

এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে বাঁশবাড়িয়া গ্রামের মাহমুদ আলীর ছেলে আলমগীরকে গুরুতর আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে অপর আহতরা হলেন আব্দুল আউয়াল (৩২), প্রফেসর আব্দুস সালাম (৫০), মাওলানা সিহাব উদ্দিন (৪০), রইস উদ্দিন বুলু (৬০), আবু সাইদ (৪০), সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, রাসেল প্রাং (২৮), কামাল মেম্বার (৩৫), রইচ উদ্দিন (৭০), শাহিন আলী (৩০), বাবু (৩০), মনিরুল ইসলাম (২০) প্রমূখ।

ডাহিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন, জমি নিয়ে বিরোধে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আখতারুজ্জামান বলেন, আহতদের মধ্যে আব্দুল আউয়াল ও রাসেলের অবস্থা আশংকাজনক। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল আলম বলেন, জমি নিয়ে বিরোধে এই ঘটনায় এখন পর্যন্ত আলমগীর নামের একজন নিহত হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।


আরো সংবাদ



premium cement