১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
নির্বাচনী সহিংসতা

কাহালুতে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

কাহালুতে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ - নয়া দিগন্ত

বগুড়ার কাহালুতে নির্বাচনী সহিসংতার জের ধরে বিএনপি নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জানা গেছে, গত ৩০ ডিসম্বের নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখল নিয়ে সৃষ্ট সংঘর্ষে কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বাগইল গ্রামে বিএনপি ও আ’লীগের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষে একজন আ’লীগ ও অপরজন যুবলীগ নেতা নিহত হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ ৫জনকে আটক করে।

সর্বশেষ শুক্রবার সকালে আ’লীগের স্থানীয় ৩নং ওয়ার্ড সভাপতি নাজমুল হুদা ডুয়েলের নামাজে জানাযা ও দাফনের আগে স্থানীয় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাগইল বন্ধু সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে ও আসবাবপত্র বাইরে নিয়ে এসে আগুন দেয়। এ ছাড়া তারা ওই মামলার আসামী আমজাদ হোসেন ও মাহমুদ হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


আরো সংবাদ



premium cement