২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পুলিশের বিরুদ্ধে মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেয়ার অভিযোগ

- ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের কাজিপুরের থানার অন্তর্গত নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে এক কৃষকের মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেবার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে খাসশুড়িবেড় কুইচাবাধ গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার পুত্র আব্দুল বারিক একটি পাওয়ার টিলার কিনে নিয়ে মেঘাই ঘাট থেকে রুস্তমের নৌকা নিয়ে নাটুয়ারপাড়া ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাত আনুমানিক ১০টায় নৌকা নাটুয়ারপাড়া ঘাটে পৌঁছালে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই বিদ্যুৎ ও কনস্টেবল সেলিম পাওয়ার টিলারের কাগজপত্র দেখতে চায়। এসময় তাৎক্ষণিক কাগজপত্র দেখাতে না পারলে ওই দুই পুলিশ সদস্য বারিকের নিকটে থাকা মোবাইল ফোন ও নগদ ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।

এ বিষয়ে জানতে চাইলে প্রথমে অস্বীকার করলেও পরে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির আইসি মাসুদ রানা স্বীকার করে জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেয়া হবে।

এদিকে এএসআই বিদ্যুৎ জানান, বিষয়টি আইসি স্যারের নিকট থেকে জেনে নিন। উনি সব জানেন।

নাটুয়ারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে। 


আরো সংবাদ



premium cement