২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

মনোনয়নের দাবিতে আ.লীগ প্রার্থীর সমর্থকদের রেল অবরোধ

মনোনয়নের দাবিতে আ.লীগ প্রার্থীর সমর্থকদের রেল অবরোধ - ছবি : নয়া দিগন্ত

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে শহিদুল ইসলাম বকুলকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়নের দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচী পালন করেছে তার সমর্থকরা। কাফনের কাপড় পরে তারা বিক্ষোভ মিছিল ও সমবাশে করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মালঞ্চি রেলগেট এলাকায় এসব কর্মসূচী পালন করে।

এদিকে, মিছিল সমাবেশ করে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে প্রার্থী শহিদুল ইসলাম বকুলের বড় ভাই ছানোয়ার হোসেন ছানাকে দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাটোর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২৫ নভেম্বর শহিদুল ইসলাম বকুলকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়। এর দুদিন পর ২৭ নভেম্বর একই আসনে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্নেল রমজান আলী সরকারকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আরেকটি চিঠি দেওয়া হয়।

এরপর থেকেই দ্বিধা বিভক্ত হয়ে পড়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সকালে শহিদুল ইসলাম বকুলকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হচ্ছে না এমন খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা মালঞ্চি রেলগেট এলাকায় জড়ো হয়। এসময় তারা কাফনের কাপড় পরে বিক্ষোভ-মিছিল করতে থাকে। সে সময় বকুলের পক্ষে শ্লোগান দেয়। দুপুর ১২ টার দিকে বিক্ষোভকারীরা লাইনের ওপর অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করে। সে সময় লাল কাপড় টানিয়ে তারা নাটোর থেকে আব্দুলগামী মালবাহী ট্রেন থামিয়ে দেয়। প্রায় পাঁচ মিনিট ট্রেনটি অবরোধের মুখে থেমে থাকে।

পরে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ বিক্ষোভ কারীদের সরিয়ে দিলে রেল চলাচল স্বাভাবিক হয়। রেলপথ অবরোধের চেষ্টাকালে বকুলের ছোটভাই ওহিদুল ইসলাম গোকুলকে আটকের চেষ্টা করে। পরে বিক্ষোভকারীদের তোপের মুখে তাকে ছেড়ে দেয় পুলিশ।

এদিকে বিক্ষোভকারীরা মালঞ্চি রেলগেটের পুর্বপাশে প্রায় দেড় ঘন্টা অবস্থান নিয়ে পথ সভা করে। পথসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ, থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, বাগাতিপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য হাসানুর রহমান বিপ্লব প্রমুখ। বক্তারা তাদের প্রার্থী বকুলের চুড়ান্ত মনোনয়ন না পাওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচী অব্যহত রাখার ঘোষণা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মেরিনা সুলতানা জানান, নির্বাচনী আচরন বিধি লংঘনের অভিযোগে প্রার্থীর সমর্থককে দশ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

এ ব্যাপারে নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু হাসনাত বলেন, আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়নের দাবিতে বকুলের সমর্থকরা রেললাইন অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। রেল চলাচলে তেমন কোন বিঘ্ন ঘটেনি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।


আরো সংবাদ



premium cement
কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’

সকল