১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নাটোরে পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষিকা আটক

শিক্ষিকা জাকিয়া সুলতানা পুতুল - সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জাকিয়া সুলতানা পুতুল নামে এক শিক্ষিকাকে আটক করেছে পুলিশ। অপরদিকে, বড়াইগ্রামের বনপাড়া সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মাত্র পাঁচ মিনিট পরে আসায় চার জেএসসি পরীক্ষার্থীকে ৩০ মিনিট কেন্দ্রের বাইরে দাঁড় করিয়ে রেখেছেন কেন্দ্র সচিব।

এর আগে গত সোমবার একই কেন্দ্রে পরীক্ষা শুরুর মাত্র ১০ মিনিট পর আসায় দেওশীন উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেয়া হয়নি বলে অভিযোগ করা হয়।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার জেএসসির ৪ নভেম্বর স্থগিত হওয়া ইংরেজি পরীক্ষা চলাকালে বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন শিক্ষিকা জাকিয়া সুলতানা পুতুল।


বিষয়টি দায়িত্বরত অন্যান্য শিক্ষিক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহাদ আলী জানতে চাইলে উত্তেজিত হয়ে শিক্ষিকা জাকিয়া সুলতানা পুতুল তাদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করেন। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা শিক্ষিকা পুতুলকে আটক করে থানায় নিয়ে যায়।

পুতুল বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষিকা।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহাদ আলী বলেন, অসৌজন্যমূলক আচরণের জন্য শিক্ষিকা পুতুলকে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।


এছাড়া বনপাড়া বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের চারজন ছাত্রী পাঁচ মিনিট দেরিতে কেন্দ্রে উপস্থিত হওয়ায় কেন্দ্র সচিব তাদেরকে গেটের বাইরে দাঁড় করিয়ে রাখেন। খবর পেয়ে প্রধান শিক্ষিকা নাজমা খাতুন কেন্দ্রে এসে সচিবের সাথে কথা বলার পর আধঘন্টা পরে তাদেরকে কেন্দ্রে ঢুকতে দেয়া হয়।

বনপাড়া বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।

এব্যাপারে কেন্দ্র সচিব অধ্যক্ষ লাজারুশ রোজারিও’র মোবাইলে বারবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।


আরো সংবাদ



premium cement