২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

যেদিন তফশিল সেদিন থেকেই চূড়ান্ত আন্দোলন : ভিপি সাইফুল

যেদিন তফশিল সেদিন থেকেই চূড়ান্ত আন্দোলন : ভিপি সাইফুল - ছবি : নয়া দিগন্ত

২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সাজা দেয়ার প্রতিবাদে ও অবিলম্বে তা প্রত্যাহার এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খলেদা জিয়ার মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিকেলে শহরের নবাববাড়ী রোডে অনুষ্ঠিত এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন জেলা মহিলাদলের সভানেত্রী লাভলী রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, বিএনপির সাথে সংলাপ ছাড়া একতরফাভাবে সংসদ নির্বাচনের তফশিল দেশবাসী মানবে না। যেদিন তফশিল সেদিন থেকেই চ’ড়ান্ত আন্দোলন। সেই আন্দোলনে সরকার বিদায় হবে। তাই মহিলা দলের নেতাকর্মীদের সেই আন্দোলনে অংশ নিতে হবে। মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাস, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহ মোঃ মেহেদী হাসান হিমু, জেলা ছাত্রদলের সিনিয়র সভাপতি আবু জাফর জেমস, মহিলা দল নেত্রী শায়লা ইসলাম মুক্তা, শেফালী খাতুন, জুলেখা বেগম, মমতা আরজু বেগম কবিতা, চাঁদ সুলতানা, জেবা রহমান, নয়ন তারা, সোমা প্রমুখ।


আরো সংবাদ



premium cement