২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পাথরঘাটায় আগ্নেয়াস্ত্রসহ জলদস্যু আটক

-

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদ থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) এর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও দেশীয় ধারালো ছুরিসহ সুন্দরবনের সক্রিয় জলদস্যু সত্তার বাহিনীর সদস্য আব্দুল হালিম গাজী (৩৮) নামের একজনকে আটক করা হয়েছে। এসময় আরো ৫ থেকে ৬ জন জলদস্যু পালিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে সুন্দরবনের বলেশ্বর নদীর বকুলতলা থেকে তাকে আটক করে।

আব্দুল হালিম গাজী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বংশীপুর গ্রামের মো: রুহুল আমিন গাজীর ছেলে। এ সময় তার সাথে থাকা একটি একনালা বন্দুক, ১৮ রাউন্ড গুলি, দুইটি দেশীয় ধারালো ছুরি ও একটি ব্যাগ উদ্ধার করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো: খবীর আহমেদ জানান, র‌্যাব-৮-এর সদস্যরা নিয়মিত টহলের সময় বলেশ্বর নদীর বকুলতলা নামক স্থান থেকে অস্ত্রসহ তাকে আটক করে।

এ ঘটনায় আব্দুল হালিমের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement