২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : বাম জোট

-

বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের জনসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আবারো ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে সরকার। শাসকদল স্বতপ্রণোদিত হয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরী করে দেবে না। দেশে গণতন্ত্র বলে কিছু নেই। প্রধানমন্ত্রি নিজেই বলেছেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র। উন্নয়নের ডামাডোল চালাতে চালাতে ১০ বছর ধরে দেশে অগণতান্ত্রিক শাসন বহাল রেখে গণতন্ত্রের শেষ খুটি সেটাও ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে ভেঙ্গে ফেলেছে। শেষ মূহুর্তে এসে ৩টি অগণতান্ত্রিক আইন পাস করেছে। সরকারের পায়ের তলায় মাটি নেই, যে কারণে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের উপর হামলা করছে, মামলা দিচ্ছে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ পরিবেশ তৈরি করে নির্বাচন করতে চাইলে সরকারের পদত্যাগ করতে হবে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে । দেশ চরম সংকটকাল অতিক্রম করছে। এখান থেকে উত্তরণ করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটাতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ পরিবেশে নির্বাচন করতে হলে সর্ব স্তরের মানুষের আজ ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি।
সোমবার বিকেল ৫টায় বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা উদ্যোগে সাতমাথায় এক জনসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন। বাম গণতান্ত্রিক জোট বগুড়ার সমন্বয়ক জিন্নাতুল ইসলাম জিন্নার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ। আরো বক্তব্য রাখেন, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড আলমগীর হোসেন দুলাল, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড মোমিনুর রহমান, গণসংহতি আন্দোলন নেতা মুরাদ মোর্শেদ, বাসদ বগুড়া জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী আব্দুর রশিদ, বাসদ(মার্কসবাদী) নেতা আমিনুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা সমন্বয়ক শাহাদৎ হোসেন শান্ত। জনসভা সঞ্চালনা করেন, বাসদ জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল। জনসভা পূর্বে একটি লাল পতাকা মিছিল শহর প্রদক্ষিণ করে।


আরো সংবাদ



premium cement