২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নাটোরে নিজের বানানো ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

-

নাটোরের বাগাতিপাড়ায় নিজের বানানো ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন সরকার (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন সরকার ওই গ্রামের বেলাল হোসেন সরকারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কামাল হোসেন সরকার তার বাড়ির পাশে ধানের জমি ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা করতে চারপাশে জিআই তারের বেষ্টনী দিয়ে বিদ্যুতের সংযোগ দেন। শুক্রবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে নিজের বানানো ফাঁদে ইঁদুর ধরা পড়েছে কিনা তা দেখতে গিয়ে ওই বেষ্টনীর তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান কামাল হোসেন। পরে বাড়িতে না ফেরায় খোঁজখুজির এক পর্যায়ে ধান খেতে বিদ্যুতের তারে জড়ানো কামালের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান পরিবারের লোকজন। পরে সেখান থেকে কামালের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা বাগাতিপাড়া মডেল থানার এস আই প্রশান্ত বলেন, এ সংক্রান্ত একটি ইউডি মামলা হয়েছে।


আরো সংবাদ



premium cement