১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জীবিত মাকে মৃত দেখিয়ে অস্ত্র মামলায় আসামির জামিন

-

মায়ের মৃত্যুর ভূয়া সনদ দাখিল করে জামিনে ছাড়া পেয়েছে অস্ত্র মামলার আত্মস্বীকৃত আসামি জিয়ারুল ইসলাম (৩২)। সে নাটোরের লালপুর উপজেলার নূরুল্লাপুর গ্রামের জান বক্স প্রামাণিকের ছেলে। গোয়েন্দা পুলিশ গত বছরের ২৬ নভেম্বর তাঁর দেখানো মতে তিনটি অস্ত্র উদ্ধার করে। ওই দিন থেকে তিনি কারাগারে আটক ছিল।

নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি অস্ত্র মামলায় (লালপুর থানার মামলা নং-২৭ তাং-২৬.১১.১৭) লালপুরের নূরুল্লাপুর গ্রামের জান বক্স প্রামাণিক ও বুলুয়ারা বেগম দম্পতির ছেলে জিয়ারুল ইসলাম (৩০) গত বছরের ২৭ নভেম্বর থেকে নাটোর কারাগারে আটক ছিলেন। তদন্তকালে জিয়ারুল ইসলামকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তিনি বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে অস্ত্র রাখার দায় দায়িত্ব স্বীকার করে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই কৃষ্ণ মোহন মামলাটি তদন্ত শেষে জিয়ারুল ইসলামসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। জিয়ারুলের পক্ষে ৪ সেপ্টেম্বর জেলা ও দায়রা জজ আদালতে জামিনের শুনানী করেন তাঁর নিয়োজিত আইনজীবী এমরান হোসেন। এ সময় তাঁর মা বুলুয়ারা বেগম ৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছেন বলে আদালতকে জানানো হয়। আসামির পক্ষ থেকে একটি মৃত্যু সনদপত্র দাখিল করা হয়। ওই সনদপত্রটিতে সাক্ষর করেছেন লালপুর উপজেলার ২নং পুরাতন ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম জয়।

তিনি সনদে উল্লেখ করেন যে, ভাল্ব নষ্ট হয়ে বুলুয়ারা বেগম ৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছেন। সনদের তথ্য যাচাই করার জন্য সোমবার দুপুরে জিয়ারুলের বাড়িতে গিয়ে স্থানীয় একজন সাংবাদিক তাঁর মা বুলুয়ারা বেগমের সন্ধান জানতে চান। এ সময় বুলুয়ারা বেগম বাড়ি থেকে বের হয়ে তাঁর সাথে কথা বলেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই সাংবাদিক এই প্রতিনিধিকে জানান, বুলুয়ারা বেগমের মৃত্যু হয়নি। তিনি জীবিত আছেন এবং তাঁর সাথে কথা বলেছেন।

আসামীর আইনজীবী এমরান হোসেন জানান, জিয়ারুলের মামলার তদ্বীরকারকরা তাঁকে ওই সনদপত্র সরবরাহ করেছেন। তিনি সরল মনে তা আদালতে দাখিল করেছেন। এ ব্যাপারে তাঁর ব্যক্তিগত কোনো ধারণা নাই।

মৃত্যু সনদে সাক্ষরকারি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, কেউ আপনজনের মৃত্যুর সনদ নিতে এসে মিথ্যা কথা বলেন না বলে তিনি বিশ্বাস করেন। তাঁর এই বিশ্বাসের ওপর ভর করে ওই সনদ কেউ নিয়ে যেতে পারে। আমি সনদের তথ্য যাচাই বাছাই করিনি। এটা ভুল হয়ে গেছে। এখন থেকে এ ধরণের ভুল আর হবে না।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম জানান, বিষয়টি তিনি নিজেও বুঝতে পারেননি। তিনি ঘটনাটি তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আসামিকে ১ অক্টোবর পর্যন্ত অন্তরবর্তীকালিন জামিন দেওয়া হয়েছে। ওইদিন বিষয়টি আদালতের নজরে নিয়ে আসা হবে।


আরো সংবাদ



premium cement
চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’

সকল