২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

এনজিও ঋণের বোঝা নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক বিধবা

-

পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাক এনজিও ঋণের বোঝা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন সামর্থ বানু(৭০) নামের এক নিঃসন্তান বিধবা । সে ভাঙ্গুড়া পৌর সদরের ৪নং ওয়ার্ডের সারুটিয়া বাধপাড়া মহল্লার মৃত খলিল এর স্ত্রী। মঙ্গলবার সরেজমিন বাধপাড়ায় দুপুরের দিকে বিধবা সামর্থবানুর বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট্ট একটি টিনের ঘর । সে ঘরের দরজা বন্ধ রয়েছে । অনেক ডাকাডাকি করে প্রথমে তার সন্ধান পাওয়া যায়নি।

কিছু সময় পর তাকে পাওয়া গেলে সে সাংবাদিককে জানায় ‘স্থানীয় এনজিও ব্র্যাক থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে ক্যান্সার আক্রান্ত স্বামীর চিকিৎসা করেছি। এরই মধ্যে ৬ টি কিস্তি পরিশোধ করেছি। কিন্তু স্বামী গত ৭ আগষ্টে মৃত্যুর পর কিস্তির টাকা আর পরিশোধ করেতে পারি নি। এমতাবস্থায় কিস্তির স্যার বাড়িতে কিস্তি পরিশোধের জন্য এসে বিভিন্ন অপমানমূলক কথা বলে এবং হুমকি প্রদান করে। তাই উপায় না দেখে বাড়ি থেকে এখন পালিয়ে বেড়াচ্ছি।’

সে আরও জানায় ‘স্বামীর মৃত্যুর পর তার সংসারে উপর্জনক্ষম ব্যক্তি নাই তাই কিস্তির টাকা পরিশোধ করব কিভাবে? উপায় না পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।’

এব্যপারে ব্র্যাকের স্থানীয় শাখা ব্যবস্থাপক মোজাম্মেল হক এর নিকট জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।


আরো সংবাদ



premium cement

সকল