২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বগুড়ায় ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে নিহত ১, আহত ৩

-

মহাসড়কে সিএনজি চালিত অটোরিক্সা, ভটভটি, লেগুনা চলাচল বন্ধে পুলিশের তৎপরতার মধ্যে বগুড়ায় ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংর্ঘর্ষে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে বগুড়া- রংপুর মহাসড়কের গোকুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে ৫জন যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিক্সা মহাস্থান থেকে বগুড়া শহরে যাচ্ছিল। পথিমধ্যে গোকুল বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতমুখি মাছ বহনকারী মিনি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রীদের একজন নিহত হয় এবং অন্যান্য যাত্রীরা আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই মালিক এসে অটোরিক্সা নিয়ে যায়। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার আলাদীপুর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র আবুল হোসেন (৪৫) বলে জানাগেছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান জানান , পুলিশ ট্রাকটি আটক করেছে এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

 


আরো সংবাদ



premium cement