২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বড়াইগ্রামে বাল্য বিয়ে ও যৌন হয়রানীকে লাল কার্ড

-

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাল্য বিয়ে ও যৌন হয়রানীকে লাল কার্ড দেখিয়েছে। বুধবার বিদ্যালয় চত্ত্বরে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী হাত উঁচিয়ে লাল কার্ড দেখিয়ে বাল্য বিয়ে প্রতিরোধে শপথ গ্রহণ করে। এ সময় বাল্য বিয়ে ও যৌন হয়রানীর কুফল তুলে ধরে বক্তব্য রাখেন বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোবারক হোসেন, প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক, সহকারী শিক্ষক মোশাররফ হোসেন বাবু, আলুফা খাতুন, শিক্ষার্থী খালেদা খাতুন ও মলিনা খাতুন। এ সময় বক্তারা বলেন, সরকার বাল্য বিয়ে ও যৌন হয়রানী প্রতিরোধে অঙ্গীকারাবদ্ধ। শিক্ষার্থীদের জীবনকে সুন্দর করে গড়ে তোলার পাশাপাশি সমৃদ্ধ ও সুশিক্ষিত জীবন গড়তে বাল্য বিয়ে প্রতিরোধের বিকল্প নেই। তাই অভিভাবকদেরকে বাল্য বিয়ে প্রতিরোধে এগিয়ে আসার পাশাপাশি শিক্ষার্থীদেরও সচেতন হতে হবে।


আরো সংবাদ



premium cement