১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নাটোরে সড়ক দুর্ঘটনা : বাসচালকের রিমান্ড মঞ্জুর, সহকারীর জামিন

-

নাটোরের লালপুর উপজেলার সীমান্তবর্তী কমিদচিলান এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহতের মামলায় আটক চ্যালেঞ্জার বাসের চালক শামীম হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সুলতান মাহমুদ এ রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে চালকের সহকারী আব্দুস সামাদ কমলকে জামিন দেয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার তাদের দুজনকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনপাড়া হাইওয়ে থানার এসআই তরিকুল ইসলাম।

বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট রাতে এ ঘটনায় বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক ইউছুফ আলী বাদী হয়ে লালপুর থানায় সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় বড়াইগ্রাম উপজেলা লেগুনা মালিক সমিতির সভাপতি জাবেদ আলী মোল্লা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, লেগুনার চালক আব্দুর রহিম, চালকের সহকারী রাজা মিয়া, চ্যালেঞ্জার বাসের মালিক বগুড়ার মঞ্জু সরকার, বাসের চালক শামীম হোসেন ও চালকের সহকারী আব্দুস সামাদ কমলকে আসামি করা হয়।

আসামিদের মধ্য লেগুনার চালক ও সহকারী দুজনই দুর্ঘটনায় নিহত হয়েছেন। পরে বগুড়ার ডিবি পুলিশ বাসচালকের সহকারী আবদুস সামাদ কমলকে বগুড়া শহরতলির মহাস্থানগড় পলাশবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে আটক করে। এছাড়া বাসচালক শামীম হোসেন মঙ্গলবার বগুড়া ডিবি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল