১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চলনবিলে নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

-

নাটোরের সিংড়ায় চলনবিলে নৌকাডুবিতে আবুল শাহ (৫৫) নামে নিখোঁজ একজনের লাশ উদ্ধার করেছে রাজশাহীর ডুবরী দল।

শনিবার সন্ধ্যায় নৌকাটি পাটকোল বিলে ডুবে যায়।

ডুবরী দল রাত তিনটা থেকে তিন ঘন্টা অনুসন্ধান চালিয়ে রোববার ভোর ৬টার দিকে নিখোঁজ আবুল শাহর লাশ উদ্ধার করে।

আবুল শাহ সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা গ্রামের মৃত আসকান আলীর ছেলে।

পুলিশ ও ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, সিংড়া পৌসভার শৈলমারী এলাকায় সড়ক উন্নয়ন কাজের ১৮ জনের একদল শ্রমিক শনিবার সন্ধ্যায় কাজ শেষে পাটকোল বিলের খেয়াঘাট থেকে একটি ডিঙি নৌকায় করে সিংড়া শহরে যাচ্ছিলেন। কিন্তু অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি কিছুদূর যাওয়ার পরে ডুবে যায়। যাত্রীদের প্রায় সবাই সাঁতরে তীরে উঠলেও আবুল শাহ নামের ওই শ্রমিক নিখোঁজ হন।

পরে রাজশাহী থেকে ডুবরী দল শনিবার রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। রোববার ভোর ৬টার দিকে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

লাশটি এলাকায় নিয়ে গেলে শোকের ছায়া নেমে আসে।

এদিকে নৌকা ডুবির ঘটনায় বেঁচে যাওয়া আমিরুল ইসলাম নামের এক যাত্রী জানান, অতিরিক্ত লোকের কারণেই নৌকাটি বিলের মধ্যে গিয়ে ডুবে যায়। তিনি সাঁতরে রাস্তায় উঠে আসেন।

রাজশাহী ফায়ার স্টেশন অফিসার ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চলনবিলের পাটকোল বিলে নৌকাটি ডুবে যায়। ভোর থেকে অনুসন্ধান চালিয়ে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

সকল