১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মাহমুদুর রহমানের ওপর হামলায় রাবি সাদাদল ও শত নাগরিকের নিন্দা

-

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর সরকার দলীয় সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সাদা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রফেসর ড. এনামুল হক।

এছাড়া শত নাগরিক রাজশাহীর সভাপতি প্রফেসর ড. আব্দুর রহমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ এক বিবৃতিতে মাহমুদুর রহমানের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। রোববার সন্ধ্যায় পৃথক পৃথক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, প্রকাশ্য দিবালোকে আদালত চত্ত্বরে একজন বরেণ্য ব্যক্তির ওপর এ ধরণের হামলার ঘটনা কোন সভ্য সমাজে হতে পারে না। রাষ্ট্র ফ্যাসিবাদী চেতনা লালন করে চলেছে এটা তারই প্রমাণ। আমরা এ জঘন্য ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন, এডভোকেট আবুল কাসেম, প্রফেসর ড. ময়েজুল ইসলাম, রেজাউল করিম রাজু, প্রফেসর ড. এনামুল হক, প্রফেসর কে বি এম মাহবুবুর রহমান, প্রফেসর সি এম মোস্তফা, সরদার আব্দুর রহমান, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, ডা. নাজিব ওয়াদুদ, প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, প্রফেসর ড.ফজলুল হক, প্রফেসর ড. আব্দুল আলিম, প্রফেসর ড. সৈয়দ সরওয়ার জাহান লিটন, প্রফেসর ড.শামসুজ্জোহা এসামী, প্রফেসর ড. মোহাম্মদ আলী প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল