২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`
বগুড়ায় বিএনপির বিক্ষোভে পুলিশের বাঁধা

জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নামতে হবে: ভিপি সাইফুল

বিক্ষোভ কর্মসূচীতে ব্যক্তব্য দিচ্ছেন ভিপি সাইফুল ইসলাম। ছবি - নয়া দিগন্ত।

বগুড়ায় পুলিশের বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি। এ কর্মসূচীতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। বেলা ১১টার দিকে বিএনপি কার্যালয়ের দুই পাশে কাটাতারের বেরিকেড দিয়ে পুলিশ নবাববাড়ী সড়ক বন্ধ করে দেয় । বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিতে বিএনপি , যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অন্য সংগঠনের নেতাকর্মিরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বিভিন্ন স্থানে বাঁধা দেয়। তবে পুলিশের সব ধরনের বাধা উপেক্ষা করে তারা বিক্ষোভে যোগ দেন। এসময় হাজার হাজার নেতাকর্মীর পদভারে নবাববাড়ী রোড পূর্ণ হয়ে ওঠে। বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়।

সমাবেশে ভিপি সাইফুল বলেন ,এ সরকারের পতন ছাড়া খালেদা জিয়ার মুক্তি মিলবে না। তাই জীবনের মায়া ত্যাগ করে রাজপথের দখল নিতে হবে। সর্বোচ্চ ত্যাগ স্বীকার ছাড়া দাবী আদায় হবে না। সমাবেশে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় নেতা মৃক্তিযোদ্ধা শোকরানা, লাভলী রহমান, আলী আজগর হেনা, বিএনপি নেতা মাহবুব রহমান বকুল, রেজাউল করিম বাদশা, মাফতুন আহমেদ খান রুবেল, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, পরিমল চন্দ্র দাস, আবুল বাশার, অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা, আব্দুল ওয়াদুদ, সিপার আল বখতিয়ার, শাহাবুল আলম পিপলু, আলী মুররাজি তরুন, মোশারফ হোসেন স্বপন, ছাত্রদলের সভাপতি আবু হাসান প্রমুখ ।

 


আরো সংবাদ



premium cement