২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

-

ইতোমধ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট লক, অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য গ্রুপ সেটিংস ফিচার উন্মোচন করেছে। শিগগিরই হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য সবচেয়ে কাক্সিক্ষত ফিচার ডার্ক মোড আনতে যাচ্ছে। ইতোমধ্যে এর বেটা সংস্করণ দেখা মিলেছে। এছাড়াও আরো আকর্ষণীয় কিছু ফিচার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। সেলফি ডেস্ট্রাকটিং নামের ফিচারও আনবে হোয়াটসঅ্যাপ। ইতোমধ্যে ফিচারগুলো টেলিগ্রাম, সিগন্যাল, টুইটার, ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো অ্যাপে পাওয়া গেলেও কিছুটা দেরিতে হলেও সেগুলো আনেছে হোয়াটসঅ্যাপ। যে ফিচারগুলো থাকছে ডার্ক মোডএটি অতি সুপরিচিত, কিন্তু খুবই জনপ্রিয় ফিচার। টুইটার, ইউটিউব এবং জিমেইলের মতো জনপ্রিয় অ্যাপ ডার্ক মোড চালু করেছে। এমনকি স্মার্টফোন নির্মাতারা সর্বশেষ আপডেটগুলোতেও ডার্ক মোড চালু করছে। ইতোমধ্যে, হোয়াটসঅ্যাপের ডার্ক মোড পরীক্ষা করা হয়েছে। এটি আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বেশ কয়েকটি বেটা আপডেটের অংশ হয়ে উঠেছে। সেলফ-ডেস্ট্রাকটিং মেসেজস্ন্যাপচ্যাটের আইকনিক ফিচারটি এখন হোয়াটসঅ্যাপেও পাওয়া যাবে। এটি পিয়ার-টু-পিয়ার এবং গ্রুপ চ্যাটের জন্য তৈরি। ব্যবহারকারীরা সেলফ-ডেস্ট্রাক্ট মেসেজগুলোর জন্য এক ঘণ্টা থেকে এক বছরের মধ্যে সময়ের ব্যবধান সেট করতে পারবেন। মাল্টিপল ডিভাইস সাপোর্টহোয়াটসঅ্যাপ একাধিক ডিভাইস সাপোর্টেও কাজ করছে। ব্যবহারকারীরা একাধিক ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। বর্তমানে ব্যবহারকারীরা একটি ডিভাইসে একটি করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। হাইড মিউটেড স্ট্যাটাসফিচারটি ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে কারোর স্ট্যাটাস আপডেটগুলো মিউট করে রাখতে দেবে।


আরো সংবাদ



premium cement