২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

স্মার্টফোনের আসক্তি কাটাবে পেপার ফোন

-

ডিজিটাল দুনিয়ার আসক্তি থেকে মানুষকে মুক্তি দিতে পেপার ফোন বা কাগজের ফোন এনেছে গুগল। অভিনব এই ফোনে অন্যদের নম্বর থেকে নোটবুক, ম্যাপ থেকে আবহাওয়ার চ্যানেল কিংবা ছবি থেকে জরুরি যেকোনো তথ্যই রাখা যাবে। তবে এই ফোন থেকে কথা বলা যাবে না কারো সাথে। তোলা যাবে না কোনো সেলফিও। মূলত স্মার্টফোনের আসক্তি কাটাতেই অভিনব এই পেপার ফোন নিয়ে এসেছে গুগল। ‘ডিজিটাল ওয়েলবিং এক্সপেরিমেন্টস’ প্রজেক্টের ফসল এই ফোন।
নাম শুনে কাগজের ফোন মনে হলেও আদতে এটি একটি অ্যাপ। এর মধ্যে দৈনন্দিন জীবনের সব প্রয়োজনীয় তথ্য একসাথে সংরক্ষণ করে রাখা যাবে। এই অ্যাপটিকে ব্যবহার করে একটি কাগজে প্রয়োজনীয় তথ্যের তালিকাটির প্রিন্ট আউট নেয়া যাবে। ফলে স্মার্টফোন না রেখে ওই কাগজটি সাথে রাখলেই সব দরকারি তথ্য নাগালের মধ্যেই থাকবে। আর এটিকে ভাঁজ করে অতি সহজেই পকেটে নিয়ে ঘোরা যাবে। কেউ যদি প্রিন্ট না করতে চান তাহলে পিডিএফ ফাইল হিসেবেও তথ্যগুলোকে সেভ করে রাখা যাবে। গুগল কর্তৃপক্ষ এই অ্যাপটিকে ‘ডিজিটাল ডিটক্স’ বলে অভিহিত করছে। ডিজিটাল দুনিয়া থেকে যারা মুক্তি পেতে চান তাদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নিয়েছে গুগল কর্তৃপক্ষ। যারা স্মার্টফোনের সাথে বেশির ভাগ সময় কাটাতে কাটাতে বিরক্ত হয়ে পড়েছেন অথবা যারা প্রযুক্তির সাথে সামাজিক জীবনেও সমানভাবে বিচরণ করতে চান, তাদের জন্যই এই অ্যাপ।

 


আরো সংবাদ



premium cement