২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ব্রডব্যান্ড ডাউনলোড স্পিডে পিছিয়ে বাংলাদেশ

-

ইন্টারনেট ডাউনলোড স্পিড বিশ্লেষণকারী বৈশ্বিক প্রতিষ্ঠান ওকলার সর্বশেষ প্রতিবেদন বিশ্লেষণ করে জানিয়েছে, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার যেভাবে বেড়েছে, সেবা সেভাবে বাড়েনি। মোবাইল কিংবা ব্রডব্র্যান্ড সংযোগে ইন্টারনেট ডাউনলোড স্পিডে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনো পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ব্রডব্যান্ড ডাউনলোড স্পিডে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে। মোবাইল ডাউনলোড স্পিডে এ অবস্থান পঞ্চম। তবে বৈশ্বিক র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান আরো তলানিতে।
গত সেপ্টেম্বরের তথ্য উল্লেখ করে ওকলা জানিয়েছে, এ সময় মোবাইলে বৈশ্বিক গড় ডাউনলোড স্পিড ছিল ২৯ দশমিক ৫ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস)। আর বাংলাদেশে এর পরিমাণ ছিল ১০ দশমিক ৩১ এমবিপিএস। এর মধ্য দিয়ে আগের তুলনায় তিন ধাপ এগিয়ে ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশ ১৩২তম অবস্থানে উঠে এসেছে। তালিকায় থাকা দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম।
এ অঞ্চলের দেশগুলোর মধ্যে মোবাইলে ডাউনলোড স্পিডে সবচেয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। বৈশ্বিক র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে দেশটির অবস্থান ৮১তম। গত সেপ্টেম্বরে দেশটিতে মোবাইলে গড় ডাউনলোড স্পিড ছিল ২২ দশমিক ৫৩ এমবিপিএস। বৈশ্বিক তালিকায় ১১২তম অবস্থানে থাকা পাকিস্তানে এর পরিমাণ ১৪ দশমিক ৩৮ এমবিপিএস। ১২ দশমিক ৯৬ এমবিপিএস গড় ডাউনলোড স্পিড নিয়ে বৈশ্বিক তালিকায় ১১৯তম অবস্থানে রয়েছে নেপাল। মোবাইলে ডাউনলোড স্পিডের বৈশ্বিক র্যাংকিংয়ে ভারতের অবস্থান ১২৮তম।


আরো সংবাদ



premium cement