২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

নিরাপত্তা ঝুঁকিতে স্মার্টফোন ব্যবহারকারীরা

-

স্যামসাং, শাওমি, অপো, হুয়াওয়ের পাশাপাশি গুগলের নিজস্ব পিক্সেল ব্র্যান্ডসহ মোট ১০টি স্মার্টফোন ব্যবহারকারীরা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা এসব স্মার্টফোনে রুট অ্যাকসেস পেতে পারেন। সম্প্রতি গুগলের নিরাপত্তা
গবেষকরা অ্যান্ড্রয়েডের কার্নেল কোডে একটি ত্রুটি শনাক্তের দাবি করেছেন। লিখেছেন আহমেদ ইফতেখার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কার্নেল কোডে ত্রুটির কারণে ঝুঁকিতে রয়েছেন স্যামসাং গ্যালাক্সি এস৭ স্মার্টফোন ব্যবহারকারীরা। বিশ্বব্যাপী গ্যালাক্সি এস৭ ডিভাইসটির ব্যবহারকারীদের যত দ্রুত সম্ভব অপারেটিং সিস্টেম হালনাগাদ করার পরামর্শ দেয়া হয়েছে। গুগলের নিরাপত্তা গবেষকদের ভাষ্যে অ্যান্ড্রয়েডের কার্নেল কোডের ত্রুটি সারিয়ে এরই মধ্যে প্যাচ সরবরাহ করা হয়েছে।
২০১৭ সালের এপ্রিলে বাজারে ছাড়া হয় স্যামসাং গ্যালাক্সি এস৮। ডিভাইসটি উন্মোচনের সময় অ্যান্ড্রয়েড ৭.০ নুগাট ব্যবহৃত হয়েছিল, যা অ্যান্ড্রয়েড ৯.০ পাই পর্যন্ত হালনাগাদ সুবিধা রাখা হয়েছে। সম্প্রতি শনাক্ত হওয়া ত্রুটির কারণে বিশ্বব্যাপী গ্যালাক্সি এস৮ স্মার্টফোনের ব্যবহারকারীরা ঝুঁকিতে রয়েছেন। ডিভাইসটির ব্যবহারকারীদের যেকোনো নিরাপত্তা ঝুঁকি এড়াতে সফটওয়্যার হালনাগাদের পরামর্শ দেয়া হয়েছে।
২০১৮ সালের মার্চে বাজারে আসে স্যামসাং গ্যালাক্সি এস৯ স্মার্টফোন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কার্নেল কোডে ত্রুটির কারণে ডিভাইসটির ব্যবহারকারীরা নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন। শুরুতে অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও অপারেটিং সিস্টেমসহ ডিভাইসটি সরবরাহ করা হয়, যা অ্যান্ড্রয়েড ৯.০ পাই পর্যন্ত হালনাগাদ পেয়েছে। ব্যবহারকারীদের দ্রুত সফটওয়্যার হালনাগাদের পরামর্শ দেয়া হয়েছে।
২০১৮ সালের এপ্রিলে বাজারে আসে হুয়াওয়ের হাই-অ্যান্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি২০। ডিভাইসটির অ্যান্ড্রয়েড ৮.১ ওরিওসহ সরবরাহ করা হয়েছিল, অ্যান্ড্রয়েড ৯.১ পাই পর্যন্ত হালনাগাদের সুবিধা রাখা হয়েছিল। অ্যান্ড্রয়েড কার্নেল কোডের ত্রুটির কারণে ডিভাইসটির ব্যবহারকারীরা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। ব্যবহারকারীদের সফটওয়্যার হালনাগাদের পরামর্শ দেয়া হয়েছে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কার্নেল কোডে নিরাপত্তা ত্রুটির কারণে ঝুঁকিতে রয়েছেন শাওমি রেডমি ৫এ স্মার্টফোন ব্যবহারকারীরা। ২০১৭ সালের ডিসেম্বরে বাজারে ছাড়া হয় শাওমির এ স্মার্টফোন। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ৭.১.২ নুগাটের ওপর ভিত্তি করে তৈরি এমআইইউআই ১০ ইন্টারফেসসহ বাজারে সরবরাহ করা হয়েছিল।
২০১৮ সালের ফেব্র“য়ারিতে বাজারে ছাড়া হয় রেডমি নোট ৫। অ্যান্ড্রয়েড ৭.১.২ নুগাটের ওপর ভিত্তি করে তৈরি কাস্টম এমআইইউআই চালিত ডিভাইসটির ব্যবহারকারীরাও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। বিশ্বব্যাপী কত ইউনিট রেডমি নোট ৫ ব্যবহার হচ্ছে, তা নিশ্চিত করা হয়নি। তবে ডিভাইসটির ব্যবহারকারীদের অপারেটিং সিস্টেম হালনাগাদের পরামর্শ দেয়া হয়েছে।
২০১৭ সালের সেপ্টেম্বরে বাজারে আসা শাওমি মি এ১ স্মার্টফোন ব্যবহারকারীদের নিরাপত্তা ত্রুটি বিষয়ে সতর্ক করেছেন গুগলের গবেষকরা। অ্যান্ড্রয়েড ৭.১.২ চালিত এ ডিভাইসে অ্যান্ড্রয়েড ৯.০ অপারেটিং সিস্টেম পর্যন্ত হালনাগাদ সুবিধা রাখা হয়েছে। অ্যান্ড্রয়েডের কার্নেল কোডে ত্রুটির কারণে ডিভাইসটির অসংখ্য ব্যবহারকারী নিরাপত্তা ঝুঁকিতে আছেন। ব্যবহারকারীদের সফটওয়্যার হালনাগাদের পরামর্শ দেয়া হয়েছে।
২০১৭ সালের অক্টোবরে বাজারে ছাড়া হয় গুগল পিক্সেল ২ স্মার্টফোন। ডিভাইসটির অ্যান্ড্রয়েড ৯ এবং অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমচালিত সংস্করণ ব্যবহারকারীরা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। ডিভাইসটি উন্মোচনের সময় অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, যা অ্যান্ড্রয়েড ১০ পর্যন্ত হালনাগাদ সুবিধা রাখা হয়েছে। যেসব ব্যবহারকারী এখনো অপারেটিং সিস্টেম হালনাগাদ করেননি, তারা নিরাপত্তা ঝুঁকিতে নেই বলে জানানো হয়েছে।
গত বছর মে মাসে বাজারে আসে অপো এ৩ স্মার্টফোন। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি কালারওএস৫ চালিত এ ডিভাইসের ব্যবহারকারীরা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। অ্যান্ড্রয়েডের কার্নেল কোডে নিরাপত্তা ত্রুটির কারণে যাতে ব্যবহারকারীদের ডিভাইসের নিয়ন্ত্রণ অন্য কেউ নিতে না পারে, সেজন্য সফটওয়্যার হালনাগাদ করে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
২০১৮ সালের আগস্টে বাজারে আসে মটোরোলার মটো জি৩ স্মার্টফোন। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিওচালিত ডিভাইসটির ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ৯.০ পাই পর্যন্ত হালনাগাদ পাবেন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কার্নেল কোডে নিরাপত্তা ত্রুটির কারণে ঝুঁকিতে পড়েছেন মটো জি৩ স্মার্টফোন ব্যবহারকারীরা। তবে ত্রুটি সারিয়ে এরই মধ্যে প্যাচ সরবরাহ করেছে গুগল।


আরো সংবাদ



premium cement
‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩

সকল