২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ওষুধের আদ্যপান্ত জানাবে অ্যাপ

-

আপনাকে ডাক্তার কোন ওষুধ দিলো বা ওষুধের কাজ কী এমন নানা প্রশ্ন মনে জাগতেই পারে। এমন সমস্যা থেকে মুক্তি পেতে ফোনে ইনস্টল করে রাখতে পারে ডিআইএমএস অ্যাপটি। ডিআইএমএস অ্যাপটির পূর্ণ নাম ‘ড্রাগ ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’। ওষুধের রেফারেন্সের জন্য বাংলাদেশের প্রিমিয়ার মোবাইল ড্রাগ ইনডেক্স অ্যাপস এটি। এক নজরে অ্যাপটির ফিচারসমূহ অ্যাপটিতে রয়েছে ওষুধের বিস্তারিত সবকিছু। যেখানে পাওয়া যাবে সেটার ব্যবহার নির্দেশিকা, ডোজ, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা। এছাড়াও রয়েছে এফডিএ প্রেগনেন্সি ক্যাটেগরি, থেরাপি ক্লাস, প্যাক সাইজ এবং দাম। অ্যাপটির মাধ্যমে ওষুধ সার্চ করার অপশন রয়েছে। যেখানে নাম, ব্র্যান্ডের নাম দিয়েও সার্চ করা যাবে। এ থেকে জেড পর্যন্ত অক্ষর দিয়ে ওষুধের নাম রয়েছে। ক্লাস ভেদে ওষুধের বিবরণ ও নাম রয়েছে এবং অবস্থাভেদেও রয়েছে নাম। বেশি ব্যবহৃত ওষুধগুলোও রয়েছে বুকমার্ক করা। যেখানে ব্র্যান্ডের নাম লেখা আছে। দেশের সব মেডিসিন কোম্পানির ওষুধের তথ্য সম্পর্কে জানাবে এই অ্যাপ। অ্যাপটিতে ওষুধের ব্র্যান্ড, জিনেরিক নাম এবং ওষুধের নির্দেশিকা রয়েছে। ডাক্তার, নার্স এবং মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের কাছে অ্যাপটি বেশ জনপ্রিয়। অ্যাপটিতে বিভিন্ন ব্র্যান্ড, ওষুধের ধরন অনুযায়ী বিভাগ করে বিভিন্ন ওষুধের তথ্য রয়েছে। চাইলে পছন্দের ওষুধটি প্রিয় তালিকায় যুক্ত করা যাবে। তারপর সেখানে থেকে পরবর্তীতে ওষুধটি সম্পর্কে দেখা যাবে। এমনকি মেডিক্যাল বা স্বাস্থ্য সংক্রান্ত নানা অনুষ্ঠানের খবর পাওয়া যাবে অ্যাপটিতে। ব্যবহারকারীরা যেন অ্যাপটিতে নিজেদের ফিডব্যাক দিতে পারেন সেই সুবিধা রয়েছে এতে। প্রতি মুহূর্তে আসা নতুন ওষুধের তথ্য যোগ হচ্ছে অ্যাপটির ডেটাবেইসে। এতে ২০ হাজারের বেশি ব্র্যান্ড এবং ১৪০০টির বেশি জেনেরিক ওষুধ রয়েছে। অফলাইনেও কাজ করবে অ্যাপটি। অ্যাপটির ইউজার ইন্টারফেইস বেশ সুন্দর ও সহজ।


আরো সংবাদ



premium cement
চীনা কোম্পানি বেপজা অর্থনৈতিক জোনে ১৯.৯৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মৃত মায়ের গর্ভে জন্ম নিলো নতুন প্রাণ দুই ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদ সমাবেশে কেউ মারা যায়নি : পুলিশ সুপার হামাসকে কাতার ছাড়তে হবে না, বিশ্বাস এরদোগানের জাহাজভাঙা শিল্পে শ্রমিক নিরাপত্তার উদ্যোগ ভালো লেগেছে : সীতাকুন্ডে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ১০ দেশের অংশগ্রহণে সামরিক মহড়া শুরু করল আরব আমিরাত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর ২ হাজার ফিলিস্তিনি নিখোঁজ ৯ বছর পর সৌদি আরবে আসছে ইরানি ওমরা কাফেলা দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলার নিন্দা হেফাজতে ইসলামের ভর্তি পরীক্ষায় জবিতে থাকবে ভ্রাম্যমাণ পানির ট্যাংক ও চিকিৎসক মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশীরা কারা?

সকল