২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বাংলালিংক এসডিজি হ্যাকাথন প্রতিযোগিতার আবেদন শুরু

-

বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আনুষ্ঠানিকভাবে ‘বাংলালিংক এসডিজি হ্যাকাথন কোড ফর এ কজ’ প্রতিযোগিতার আবেদন প্রক্রিয়া শুরু করেছে। দেশের উদ্ভাবনী তরুণদের ডিজিটাল উদ্যোগ গ্রহণের মাধ্যমে এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) সংক্রান্ত আর্থসামাজিক সমস্যার সমাধানে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রেনিউর ল্যাব এবং জিডিজি ঢাকার সাথে সম্মিলিতভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলালিংক।
প্রযুক্তিতে আগ্রহী তরুণ, দক্ষ প্রোগ্রামার এবং একই সাথে কোডিং-ডিজাইনে আগ্রহী ও সমস্যা সমাধানে উৎসাহীরা ২২-২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২৪ ঘণ্টাব্যাপী এই হ্যাকাথনে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের একটি তিন সদস্যের দল গঠন করতে হবে এবং ৫টি এসডিজি ক্ষেত্রসংক্রান্ত সমস্যার উদ্ভাবনী সমাধান সাবমিট করতে হবে এই ওয়েবসাইটে : যঃঃঢ়ং://ংফমযধপশধঃযড়হ.নধহমষধষরহশ.হবঃ। এই ৫টি এসডিজি ক্ষেত্র হলো গুণগত শিক্ষা, লিঙ্গ সমতা, শিল্প-উদ্ভাবন-অবকাঠামো, জলবায়ুসংক্রান্ত উদ্যোগ এবং টেকসই শহর ও সমাজ। হ্যাকাথনটি সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যাবে উপরের ওয়েবসাইটে। আবেদন করা যাবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। প্রাথমিক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিবেচিত দলগুলোকে নির্বাচিত করা হবে। নির্বাচিত দলগুলো ২৪ ঘণ্টাব্যাপী এই প্রোগ্রামে তাদের সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে।


আরো সংবাদ



premium cement