২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নতুন ফিচার ফোন আনল নকিয়া

-

ফিনল্যান্ডভিত্তিক স্টার্টআপ এইচএমডি গ্লোবাল স্মার্টফোনের পাশাপাশি ফিচার ফোন বাজারে নকিয়া ব্র্যান্ডের দখল বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি নকিয়া ১০৬ (২০১৮) নামে নতুন একটি ফিচার ফোন উন্মোচন করেছে। নতুন ফিচার ফোনটি একবার চার্জ দিলে স্ট্যান্ডবাই মোডে টানা ১৫ ঘণ্টা কথা বলা যাবে। শুরুতে ফোনটি রাশিয়ায় উন্মোচন করেছে। ডিভাইসটির দাম রাখা হয়েছে ১৫৯০ রুবল। চলতি মাসের শেষের দিকে রাশিয়ার বাজারে ফোনটির বিক্রি শুরু হবে। তবে আন্তর্জাতিক বাজারে কবে নাগাদ ফিচার ফোনটির বিক্রি শুরু হবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি এইচএমডি গ্লোবাল। ডুয়াল সিমের ফোনটিতে ১ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ৪ মেগাবাইট র্যামের ফোনটিতে মিডিয়াটেক এমটি৬২৬১ডি প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে এফএম রেডিও ও এলইডি ফ্ল্যাশলাইট রয়েছে। নকিয়া ব্র্যান্ডের নতুন ফিচার ফোনটিতে ৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। নকিয়া ১০৬ (২০১৮) ফোনটিতে দুই হাজার ফোন নম্বর ও ৫০০ এসএসএম সংরক্ষণ করা যাবে। আসল ‘নকিয়া ১০৬’ ফোনটি ২০১৩ সালে ভারতে উন্মোচন করা হয়েছিল।


আরো সংবাদ



premium cement