২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আসছে হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোন

-

শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো ফোল্ডেবল ফোন উন্মোচনে গুরুত্ব দিচ্ছে। স্যামসাং সম্প্রতি জানিয়েছে, চলতি বছরের নভেম্বরে তারা ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করবে। এরই ধারাবাহিকতায় হুয়াওয়ে টেকনোলজিস ফোল্ডেবল স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে। গ্রাহকরা কম্পিউটারের বিকল্প হিসেবে নতুন ডিভাইসটি ব্যবহার করতে পারবে। হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিচার্ড ইউ এক সাাৎকারে জানিয়েছেন, স্মার্টফোন ব্যবসায় বৈচিত্র্য আনার অংশ হিসেবে ফোল্ডেবল ফোন আনছে হুয়াওয়ে। আগামী কয়েক মাসের মধ্যেই ডিভাইসটি উন্মোচন করা হবে।
সম্প্রতি এক সাাৎকারে রিচার্ড ইউ বলেন, আপনারা কেন এখনো কম্পিউটার ব্যবহার করছেন? সম্ভবত স্মার্টফোনের ডিসপ্লের আকার খুব ছোট হওয়ার কারণে আপনারা কম্পিউটার ব্যবহার করছেন। আমরা এতে পরিবর্তন আনছি। আমাদের ফোনের ডিসপ্লে ভাঁজ করা যাবে। তবে ঠিক কবে নাগাদ ডিভাইসটি উন্মোচন করা হবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি। তবে তিনি জানিয়েছেন, হুয়াওয়ের নতুন ডিভাইসগুলো ফাইভজি নেটওয়ার্ক সমর্থন করবে এবং এতে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার থাকবে।
রিচার্ড ইউ বলেন, ক্যামেরা ও ইমেজে বাড়তি ফিচার যোগ করবে এআই। এছাড়া অগমেন্টেড রিয়েলিটি সৃষ্টি এবং রিয়েল টাইম ল্যাঙ্গুয়েজ অনুবাদেও সহায়তা করবে এটি। হুয়াওয়ে সম্প্রতি কিরিন ৯৮০ প্রসেসর উন্মোচন করেছে। এটি আগের যেকোনো চিপের চেয়ে শক্তিশালী। এ চিপেও এআই ফিচার রয়েছে। স্মার্টফোনের উন্নত সংস্করণ আনতে কিরিন ৯৮০ প্রসেসর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 


আরো সংবাদ



premium cement