২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

দৃষ্টিপাত : দক্ষিণাঞ্চলের গণমানুষের আবেদন

-

১.নোয়াখালী বিভাগ : বৃহত্তর নোয়াখালীবাসীর দীর্ঘ দিনের দাবি ‘নোয়াখালী বিভাগ’ গঠন। এ নিরিখে প্রয়োজন চট্টগ্রামের মিরসরাইকে ফেনী জেলায় অন্তর্ভূক্ত ও সন্দ্বীপ উপজেলাকে নোয়াখালীর সাথে যুক্ত করে ‘নোয়াখালী বিভাগ’ গঠন করা যেতে পারে। বর্ণিত সীমানার অধিবাসীদের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি অভিন্ন থাকায় ‘নোয়াখালী বিভাগ’ গঠিত হতে পারে। ২. রেললাইন বর্ধিতকরণ : নোয়াখালী শহরতলির শেষ স্টেশন সোনাপুর থেকে পূর্ব দিকে মুছাপুর হয়ে চট্টগ্রামের জোরারগঞ্জ পর্যন্ত সংযুক্ত; সোনাপুর থেকে পশ্চিমে রামগতি (লক্ষ্মীপুর) মেঘনাঘাট পর্যন্ত রেলপথ সম্প্রসারণ এবং দক্ষিণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়ে সুবর্র্ণচর পর্যন্ত বর্ধিতকরণ দুরূহ নয়। ৩. বন্দর স্থাপন : বৃহত্তর নোয়াখালী জেলার বামনী ও ফেনী নদী (‘বেজা’র শিল্প ও অর্থনৈতিক অঞ্চল) এবং মুহুরী নদীর মোহনায় চেয়ারম্যান ঘাট ও রামগতি মজু চৌধুরীর হাট স্থানে (জরিপসাপেক্ষে) বন্দর স্থাপনের দাবি বৃহত্তর নোয়াখালীবাসীর। ৪. লঞ্চ চালুকরণ : রামগতি (লক্ষ্মীপুর) থেকে ঢাকার সদরঘাট পর্যন্ত লঞ্চরুট চালু করা প্রয়োজন। ৫. বিমানবন্দর : নোয়াখালী শহরের দক্ষিণে বিস্তৃত অঞ্চলে একটি বিমানবন্দর স্থাপন করা সময়োচিত দাবি। ৬. স্থলবন্দর : ফেনীর বিলোনিয়া সীমান্তে পূর্ণাঙ্গ স্থলবন্দর স্থাপনের দাবি যৌক্তিক। ৭. চট্টগ্রাম-সাতক্ষীরা মহাসড়ক : এই মহাসড়ক নির্মাণের যুগোপযোগী সাহসী পদক্ষেপ নেয়ার প্রতি দেশনেত্রীর সুনজর একান্তই কাম্য। দণিাঞ্চলীয় জেলাগুলোর বুক চিরে অর্থাৎ চট্টগ্রামের মিরসরাই অঞ্চলের জোরারগঞ্জ মহাসড়ক থেকে পশ্চিমে বৃহত্তর নোয়াখালীর ছোট ফেনী নদী ও মুছাপুর-সোনাপুর হয়ে রামগতি (মেঘনা ফেরি চালুকরণ সাপেক্ষে) ভোলা-পিরোজপুর-বাগেরহাট-খুলনার রূপসা হয়ে সাতক্ষীরা পর্যন্ত চার লাইনের একটি মহাসড়ক বাস্তবায়ন করা হবে বলে আমরা দৃঢ়প্রত্যাশী।
প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রতি আমাদের আকুল আবেদনÑ বর্ণিত অবস্থার আলোকে যদি স্বল্প কিংবা দীর্ঘমেয়াদি পরিকল্পনা মোতাবেক নেত্রী যুগোপযোগী বৈপ্লবিক সিদ্ধান্ত বাস্তবায়ন করেন, আমরা চির বাধিত হব, দেশবাসীও হবে উপকৃত। অর্জিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের মধ্যে ডিজিটাল স্বয়ংস¤পূর্ণ উন্নত দেশ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ ইনশা আল্লাহ।
বৃহত্তর নোয়াখালীবাসীর পক্ষ থেকেÑ
মো: মাহফুজুল হক, সাবেক প্রধান শিক্ষক
চরফকিরা, বড়বাড়ি, কোম্পানীগঞ্জ, নোয়াখালী


আরো সংবাদ



premium cement