২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অ ভি ম ত : শুধু অজ্ঞতার কারণে

-

৩০ নভেম্বর বিবিসির প্রবাহ অনুষ্ঠানে শুনলাম, জনৈক ডাক্তার আলট্রাসনোগ্রামের মাধ্যমে মায়ের গর্ভস্থ সন্তানের লিঙ্গ প্রকাশ করা নিজ এলাকায় নিষিদ্ধ করেছেন। স্বাগত জানাই, তার এ মহৎ সিদ্ধান্তকে। ১০টি মাস বিরাট বোঝা বয়ে কষ্টের সাথে মা প্রসব করে উপহার দিলে কন্যাসন্তান; সে যন্ত্রণা একা ভোগ করতে হবে মাকে, কেন...?
আবার আলট্রাসনোগ্রামের মাধ্যমে প্রসবের ছয় থেকে ৯ মাস আগে থেকে সন্তানের জন্য লাঞ্ছনা-গঞ্জনার সইতে হবে কেন? এসব মূর্খসুলভ হীনম্মন্যতা প্রকাশ পেয়ে থাকে স্রষ্টা এবং সৃষ্টি সম্পর্কে অজ্ঞতার কারণেই। মহান স্রষ্টার সত্যবাণীÑ ‘আর যখন তাহাদের কাহাকেও কন্যা হওয়ার সংবাদ দেয়া হয়, তখন সম¯Í দিন তাহার মুখমণ্ডল মলিন থাকে এবং সে মর্মাহত হইয়া পড়ে। তাহাকে যে বিষয়ের সংবাদ দেওয়া হইল, উহার লজ্জায় লোকসমাজ হইতে পালাইয়া বেড়ায়; (ভাবিতে থাকে) অপমান সহিয়া ইহাকে রাখিবে নাকি উহাকে মাটিতে পুঁতিয়া ফেলিবে? উত্তমরূপে শুনিয়া রাখো, তাহাদের এই ব্যবস্থা নিতান্ত জঘন্য’ (সূরা- নাহল আয়াত ৫৮-৫৯)। আলøাহ তায়ালার আরো বাণী, ‘আলøাহরই জন্য রহিয়াছে সম¯Í আসমান ও জমিনের আধিপত্য; তিনি যাহা ইচ্ছা সৃষ্টি করেন, যাহকে ইচ্ছা কন্যা দান করেন এবং যাহাকে ইচ্ছা পুত্র দান করেন, আর যাহার জন্য চান তাহাকে মিশ্রিত করিয়া দেন ছেলে ও মেয়ে এবং যাহোক ইচ্ছা নিঃসন্তান রাখেন। নিঃসন্দেহে তিনি সর্বজ্ঞ, মহাশক্তিমান’ (সূরা- শূরা, আয়াত ৪৯-৫০)। তাহলে শুধু মাকে এককভাবে মরণ বোঝা টানতে এবং যার যেমন ইচ্ছা তির্যক বাক্য সয়ে দুর্বিষহ জীবন বয়ে বেড়াতে হবে কোন দোষে?
কাজী মো: গোলজার হোসেন
ইসলামপুর, পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুর


আরো সংবাদ



premium cement