১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

স্ম র ণ : প্রফেসর নাজমুল করিম

-

বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী নাজমুল করিমের জন্ম লক্ষ্মীপুর জেলায় ১৯২২ সালের ১ আগস্টে। পৈতৃক নিবাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফাল্গুনকরা গ্রামে। পিতা স্কুল ইন্সপেক্টর আবু রশিদ নিজাম উদ্দিন আহমদ, স্ত্রী অধ্যক্ষ জাহানারা। নাজমুল করিম ঠাকুরগাঁও হাইস্কুল থেকে ১৯৩৯ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক, ১৯৪১ সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে আইএ, ১৯৪৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে বিএ (অনার্স) এবং ১৯৪৬ সালে রাষ্ট্রবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান লাভ করে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও সমাজবিজ্ঞান দু’টি বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। ১৯৬৪ সালে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে পিএইচডি লাভ করেন। তার গবেষণার বিষয় ছিলÑ ঞযব গঁংষরস চড়ষরঃরপধষ ঊষরঃব রহ ইবহমধষ. ১৯৪৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ফেনী কলেজে ও ১৯৪৮ থেকে ১৯৫০ সাল পর্যন্ত ঢাকা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের লেকচারার এবং ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের লেকচারার ছিলেন। ১৯৫৬ সালে রিডার পদে উন্নীত হন। তার চেষ্টায় বিশ্ববিদ্যালয় ও ইউনেস্কোর সহযোগিতায় ১৯৫৭ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়। তিনি এই নতুন বিভাগ পরিচালনার দায়িত্ব নেন। ৩২ বছর রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেন। ১৯৮২ সালের ১৫ সেপ্টেম্বর প্রফেসর পদ থেকে অবসর নেন। তার রচিত গ্রন্থ ঞযব উুহধসরপং ড়ভ ইধহমষধফবংয ঝড়পরবঃু এবং ঞযব ঈযধহমরহম ঝড়পরবঃু ড়ভ ওহফরধ, চধশরংঃধহ ধহফ ইধহমষধফবংয। তিনি সমাজ-সমীক্ষণ (১৯৭২) নামে একটি পাঠ্যবই রচনা করেছিলেন। দেশী-বিদেশী পত্রপত্রিকায় তার সমাজতত্ত্ববিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। নাজমুল করিম এ দেশে ‘সমাজবিজ্ঞানের জনক’ হিসেবে পরিচিত। ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান মিউজিয়াম তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। মৃত্যু ১৯৮২ সালের ১৮ নভেম্বর। হ

 


আরো সংবাদ



premium cement