২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অ ভি ম ত : চলার পথে অন্যকে সহযোগিতা

-

চট্টগ্রাম শহরের বেশির ভাগ এলাকা উঁচু-নিচু হওয়ায় ঢালু রাস্তা থেকে উঁচু রাস্তার দিকে যাত্রীসহ রিকশা নিয়ে যেতে চালকদের কষ্ট হয়। অনেক যাত্রীই এমন পরিস্থিতিতে নিজ থেকে নেমে যান। সমতল রাস্তায় এসে ফের রিকশায় ওঠেন। অনেকে আবার নামতে চান না। দরদাম করে যাত্রী নিয়েছেন, তাই চালাতে হবে চালককে। এমন মনোভাব পোষণ করেন তারা। দেশের প্রতিটি জেলাতেই বিশেষ করে উঁচু রাস্তাসহ সেতুতে উঠতে হয়। সেখানে এমন চিত্র দেখা যায়। শুধু রিকশার বিষয়েই নয়, ভ্যান, ঠেলাগাড়িতে মালামাল টানা মানুষগুলোর সাহায্যের প্রয়োজন পড়ে রাস্তায়। ভ্যানে কখনো কখনো যাত্রী থাকলেও ঠেলাগাড়িতে শুধু মালামাল পরিবহন করা হয়। ফলে এসব মানুষকে অনেক সময় সাহায্য চাইতে হয় পথচারীদের কাছে। অনেকেই তাদের সহায়তা করেন। আবার কেউ করেন না। পাশাপাশি রাস্তাঘাটে ভারী বোঝা কিংবা বস্তু নিয়ে হেঁটে চলা মানুষও ক্লান্ত হয়ে বিশ্রাম নেন। কিন্তু আবার মাথায় বোঝা তোলার জন্য সহযোগিতা চাইতে হয়। অনেকে করেন। অনেকে করেন না। এটি আমাদের দেশের নিত্যদিনের চিত্র।
শুধু রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি কিংবা মাথায় বোঝা নিয়ে চলাফেরা করা মানুষই নন, রাস্তাঘাটে অন্ধ ও অসুস্থ ব্যক্তিদের সহায়তার প্রয়োজন দেখা দেয় নিয়মিতই। অন্ধকে পথ দেখানো, হঠাৎ অসুস্থ হওয়া ব্যক্তিকে চিকিৎসাসেবার জন্য নিয়ে যাওয়াসহ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করার মতো প্রয়োজনীয়তায় অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আবার অনেকে বিপদ মনে করে মুখ ফিরিয়ে চলে যান। হ্যাঁ, এ ধরনের পরিস্থিতিতে অনেক সময় প্রতারকদের হাতে প্রতারিত হয়ে সব কিছু হারালেও ন্যূনতম মানবিকতা বজায় রাখতে চলার পথে মানুষের প্রয়োজনে এগিয়ে আসতে হয়।
বাংলাদেশের জনগোষ্ঠীর বিশাল অংশ এখনো দরিদ্র। তাদের অনেকে রিকশা-ভ্যান-ঠেলাগাড়িসহ মাথায় বোঝা বহনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে এসব মানুষের সাথে প্রতিদিনই দেখা হয়। এসব পেশায় নিয়োজিত মানুষের সাথে সরাসরি স্বার্থ জড়িত না থাকলেও প্রয়োজনে সেসব মানুষকে সহযোগিতা করা মানবিকতার উৎকৃষ্ট উদাহরণ। ‘মানুষ মানুষের জন্য’ এ চিরন্তন সত্যটি সামনে রেখে যেকোনো প্রয়োজনে ও কল্যাণে এগিয়ে আসার কোনো বিকল্প নেই। দিন দিন যেভাবে মানুষে মানুষে ভেদাভেদ বাড়ছে, সামান্য বিষয়ে বিরোধের জের ধরে খুনোখুনি হচ্ছে, এসবের অর্থ মানবতাবোধ বাঁচিয়ে রাখতে চলার পথে মানুষের কল্যাণে এগিয়ে আসার সুযোগ হলে তা লুফে নেয়ার মাধ্যমে মানুষে মানুষের আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হবে, তাতে কোনো সন্দেহ নেই। হ
লেখক : জুবায়ের আহমেদ, শিক্ষার্থী, ডিপ্লোমা ইন জার্নালিজম, বিজেম

 


আরো সংবাদ



premium cement
কালিয়াকৈরে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী বাবা-ছেলে আহত কাপাসিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ রাশিয়ার ২৬টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের উত্তর কোরিয়ার সাথে আলোচনার ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র মাগুরায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু মিয়ানমারে সামরিক বাহিনী ‘অস্থায়ীভাবে’ ক্ষমতায় রয়েছে : জান্তা প্রধান গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলচালক নিহত উত্তরপ্রদেশে কারাগারে মুসলিম রাজনীতিবিদের মৃত্যু : ছেলের অভিযোগ বিষপ্রয়োগের দক্ষিণ আফ্রিকায় বাস খাদে, নিহত ৪৫, বাঁচল একটি শিশু ইসরাইলের রাফা অভিযান পরিকল্পনা স্থগিত এগিয়ে নিয়ে গিয়েও জেতাতে পারলেন না ত্রিস্তান

সকল