১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

দৃষ্টিপাত : বিতাড়িত রোহিঙ্গা সম্প্রদায়

-

রোহিঙ্গা বিতাড়নের দুই বছর পূর্তি উপলক্ষে জনবহুল বাংলাদেশের ১৮ কোটি জনগণ মিয়ানমারসহ গোটা বিশ্ব বিশেষ করে জাতিসঙ্ঘের সদস্যরাষ্ট্রগুলোর কাছে জানতে চায়, হঠাৎ একযোগে ১১-১২ লাখ শরণার্থীকে কেন বাংলাদেশের ওপরে চাপানো হলো? এত বিশাল জনগোষ্ঠীর অপরাধ কী?
নিষ্ঠুরভাবে তাদের হত্যা, ধর্ষণ, জ্বালাও-পোড়াওয়ের মতো রাষ্ট্র কর্তৃক সর্বাত্মক ত্রাস সৃষ্টি করে লাখ লাখ নাগরিককে বিতাড়ন করা হলো কেন? আর সে সঙ্কটে আমাদের এ গরিব দেশকে কেনইবা জড়ানো হলো? বাংলাদেশের জনগণ অত্যন্ত মর্মাহত এ জন্য যে, ভাগ্যহত রোহিঙ্গারা যখন জান (মাল তো নেই) ও ইজ্জত রক্ষার জন্য পিঁপড়ার সারির মতো লাইন ধরে বাংলাদেশে আসা শুরু করল, তখন জাতিসঙ্ঘসহ মহাশক্তিধর বিশ্বনেতারা মিয়ানমারকে ঠেকাতে সম্মিলিতভাবে কঠোর উদ্যোগ না নিয়ে, বরং বাংলাদেশীদের পিঠ চাপড়ে শরণার্থীকে আশ্রয়দানে উৎসাহ দিয়ে এবং সাহায্য ভিক্ষা দিয়ে সবার দায় একা বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে। এতে গদ গদ হয়ে কেউ কেউ আবেগময় বাণীও উপহার দিয়েছিলেন। বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং আশ্রয়দাতা ১৮ কোটি জনগোষ্ঠীর প্রতি এ কেমন মানবতা? বাংলাদেশ জাতিসঙ্ঘের সদস্যরাষ্ট্র। সেহেতু তার বিপদ গোটা জাতিসঙ্ঘের বিপদ। সেই বিশ্বসংস্থাও কি মিয়ানমারের কাছে এত অসহায় যে, অন্যায়ভাবে তাড়ানো নিজেদের নাগরিককে ফেরত নিতে বাধ্য করানো যাচ্ছে না! বাংলাদেশের আশ্রয়দাতা এলাকার মানুষের নানা অসুবিধা সৃষ্টি হয়েছে, তা কি বিবিসির সাক্ষাৎকারে বিশ্ববাসী শোনেনি? রোহিঙ্গারা মিয়ানমারের বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও রাষ্ট্র কিভাবে তাদের নির্দয়ভাবে তাড়িয়ে দিতে পারে? মানবতার নমুনা দেখাতে গিয়ে অতিষ্ঠ বাংলাদেশের আশ্রয়দাতারা যদি তাদের জায়গা খালি করে দিতে চাপ সৃষ্টি করে, তাহলে বিশ্বনেতারা কি বাংলাদেশের ওপরে চড়াও হবেন, নাকি অন্যায়ভাবে বিতাড়িত অসহায় নিরাশ্রয় মানুষগুলোকে প্রত্যেক দেশ ভাগাভাগি করে নিয়ে ছোট্ট ও জনবহুল এই বাংলাদেশকে রেহাই দেবেন? নাকি রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাবেন?
জনগণের পক্ষেÑ
কাজী মো: গোলজার হোসেন
পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুর


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল