২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

দৃষ্টিপাত : ঢাবি কর্তৃপক্ষ সমীপে

-

পাঁচ বছর আগে আমার বড় মেয়ে ঢাবি ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। এবার ছোট মেয়ে পরীক্ষার্থী। বিজ্ঞান বিভাগের সময়সূচিতে 'A' Unit-এর পরীক্ষা হবে ২০-৯-২০১৯। আর ' D' Unit-এর পরীক্ষা হবে ২৭-৯-২০১৯। মধ্যে ছয় দিন বিরতি। ' D' Unit-এ প্রাধানত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বাণিজ্য বিভাগের শিক্ষার্থীর অংশগ্রহণ কম আর মানবিক বিভাগের একেবারেই কম। দূর-দূরান্ত, তথা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা গিয়ে ২০-৯-২০১৯ তারিখে ' A' Unit-এ পরীক্ষায় অংশ নিয়ে ফিরে এসে, মাত্র চার-পাঁচ দিন পর আবার ২৭-৯-২০১৯ তারিখে ঢাকায় গিয়ে ' D' Unit-এ পরীক্ষায় অংশ নেয়া শারীরিক, মানসিক ও আর্থিক ঝুঁকি ও ভোগান্তির ব্যাপার। রংপুুর, দিনাজপুর, কক্সবাজার, খুলনা প্রভৃতি এলাকা থেকে চার-পাঁচ দিনের ব্যবধানে ঢাকা যাতায়াত এবং পরীক্ষায় অংশগ্রহণ কষ্টকর। এ জন্য ১. ' A' এবং ' D' Unit-এর পরীক্ষা পাশাপাশি দুই দিন অথবা একই দিন সকাল-বিকেলে গ্রহণ করা যায় কি না, ভেবে দেখা দরকার। ২. সব পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের Campus-এ নিতে হবে। Campus-এর বাইরে পরীক্ষা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ সম্ভব হয় না। এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা বিবেচনায় নেয়া যেতে পারে। কারণ, যেখানে নেতা-মাস্তান-প্রভাবশালী লোক আছে, তারা শিক্ষকদের হুমকি দেবে, অমুক রুমে অমুক রোলের পরীক্ষার্থী ক্যালকুলেটর ব্যবহার করবে, এতে বাধা দেবেন না বা তা কেড়ে নেবেন না। শিক্ষকদের হাতে প্রশ্ন যাওয়ার পর ১০-১৫ মিনিটে অনেক কিছু করে ফেলা যায়। পরীক্ষা Campus-এর মধ্যে হলে Electronic বা ম্যানুয়াল অসদুপায় অবলম্বনে কেউ সাহসী হবে না। ৩. যেহেতু আবেদন আগেই করতে হবে, এ জন্য ' A' এবং ' D' Unit-এর রোল নম্বর একই করা যেতে পারে। তাহলে একই দিন, একই সিটপ্লানে পরীক্ষা নেয়া যাবে।
মো: শহীদুল ইসলাম, অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান )
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, ঢাকা
সংযুক্ত, পাবনা সরকারি কলেজ, পাবনা

 

 


আরো সংবাদ



premium cement