২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

দিবস : যক্ষ্মা রোগের জন্ম ও ইতিহাস

-

যক্ষ্মা জীবাণুঘটিত মারাত্মক সংক্রামক রোগ, যা মাইকো-ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক জীবাণু দিয়ে হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমণ ঘটিয়ে থাকে। একনাগাড়ে তিন সপ্তাহের বেশি কাশি, জ্বর ও বুকে ব্যথা যক্ষ্মার প্রধান লক্ষণ। কফ পরীক্ষা করাই হচ্ছে এ রোগ নির্ণয়ের একমাত্র নির্ভরযোগ্য উপায়। ব্র্যাক অফিস, থানা হসপিটাল, বক্ষব্যাধি ক্লিনিক ও বিভিন্ন এনজিও ক্লিনিকে বিনা মূল্যে কফ পরীক্ষা ছাড়াও এ রোগের চিকিৎসা দেয়া হয়। প্রতি বছর বাংলাদেশে তিন লাখের বেশি লোক নতুনভাবে যক্ষ্মা রোগে আক্রান্ত হচ্ছে (প্রতি দুই মিনিটে একজন রোগী)। যক্ষ্মার কারণে প্রায় ৭০ হাজার লোকের মৃত্যু ঘটে (প্রতি ১০ মিনিটে একজন)। যক্ষ্মা একটি মারাত্মক রোগ হিসেবে সম্ভবত প্রস্তর যুগ থেকে পরিচিত। মিসরে তিন হাজার বছরের পুরনো মমির ফুসফুসে যক্ষ্মার ক্ষত পাওয়া গেছে। গ্রিক স্বর্ণযুগে যক্ষ্মা ' Phthisis' নামে পরিচিত ছিল। সাধারণভাবে একে ‘ক্ষয়রোগ’ বলা হতো। সপ্তদশ শতাব্দীতে ফ্রান্সিসকাস সিলভিয়াস নামে নেদারল্যান্ডসের লিডেনবাসী এক ব্যক্তি মারা যাওয়া ব্যক্তিদের ফুসফুসে গোটা আকৃতির ক্ষত দেখতে পেয়ে এর নামকরণ করেন টিউবারসেল। জোহান শনলেইন নামে এক ব্যক্তি ১৮৩৯ সালে সর্বপ্রথম এ রোগের নামকরণ করেন টিউবারকুলোসিস। ড. রবার্ট কচ ১৮৮২ সালের ২৪ মার্চ জার্মানির বার্লিনে যক্ষ্মার জীবাণু আবিষ্কারের কথা ঘোষণা করেন। তখন সারা ইউরোপ ও আমেরিকা মহাদেশজুড়ে যক্ষ্মা রোগে মহামারী আকারে প্রতি সাতজনের মধ্যে একজন মারা যাচ্ছিল। ওই যুগান্তকারী আবিষ্কারের পর থেকে এখন পর্যন্ত বিসিজি টিকা, টিউবারকুলিন টেস্ট, নানা প্রকার ওষুধ, ‘ডটস পদ্ধতি’ ইত্যাদি প্রযুক্তিগত উন্নয়ন সাধিত হয়েছে। তারপরও প্রাপ্তবয়স্কদের মৃত্যুর কারণ হিসেবে সংক্রামক রোগের মধ্যে যক্ষ্মা আজো শীর্ষস্থানে। ১৮৮২ সাল থেকে বিশ্বে যক্ষ্মা রোগে এ পর্যন্ত ২০ কোটিরও বেশি মানুষ মারা গেছে এবং এর সাথে প্রতি বছরই আরো লাখ লাখ লোক মৃত্যুর সারিতে যোগ হচ্ছে। ড. রবার্ট কচ ১৮৮২ সালের ২৪ মার্চে যক্ষ্মার জীবাণু আবিষ্কারকে কেন্দ্র করে এ পর্যন্ত প্রতি বছর ২৪ মার্চ ‘বিশ্ব যক্ষ্মা দিবস’ পালিত হয়ে আসছে। এ বছরও বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হচ্ছে।
আসুন, আমরা সবাই মিলে প্রতি বছরের মতো দিনটি পালন করি এবং বলিÑ ‘যক্ষ্মা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই’ এবং ‘নিয়মিত ওষুধ খেলে যক্ষ্মা রোগে রক্ষা মেলে’। হ
মোঃ নূরুল ইসলাম


আরো সংবাদ



premium cement
চীনা কোম্পানি বেপজা অর্থনৈতিক জোনে ১৯.৯৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মৃত মায়ের গর্ভে জন্ম নিলো নতুন প্রাণ দুই ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদ সমাবেশে কেউ মারা যায়নি : পুলিশ সুপার হামাসকে কাতার ছাড়তে হবে না, বিশ্বাস এরদোগানের জাহাজভাঙা শিল্পে শ্রমিক নিরাপত্তার উদ্যোগ ভালো লেগেছে : সীতাকুন্ডে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ১০ দেশের অংশগ্রহণে সামরিক মহড়া শুরু করল আরব আমিরাত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর ২ হাজার ফিলিস্তিনি নিখোঁজ ৯ বছর পর সৌদি আরবে আসছে ইরানি ওমরা কাফেলা দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলার নিন্দা হেফাজতে ইসলামের ভর্তি পরীক্ষায় জবিতে থাকবে ভ্রাম্যমাণ পানির ট্যাংক ও চিকিৎসক মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশীরা কারা?

সকল