২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

স্ম র ণ : দীনেশচন্দ্র সেন

-

প্রখ্যাত শিক্ষাবিদ ও সাহিত্য গবেষক দীনেশচন্দ্র সেনের জন্ম মাতুলালয়, বগজুড়ি গ্রাম, মানিকগঞ্জ, ৩ নভেম্বর, ১৮৬৬। পৈতৃক নিবাস সুয়াপুর, ধামরাই, ঢাকা। পিতা মানিকগঞ্জ আদালতের উকিল ঈশ্বরচন্দ্র সেন। সুয়াপুরে গ্রাম্য পাঠশালার পাঠ সমাপ্ত করে মানিকগঞ্জ মাইনর স্কুলে ভর্তি হন। মাত্র ১২ বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ। কুমিল্লা গভর্নমেন্ট স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। ঢাকার কলেজিয়েট স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তির কিছুকাল পর পিতা রোগাক্রান্ত হলে আর্থিক সঙ্কটে পড়েন। তখন বিনা বেতনে পড়ার সুযোগ পেয়ে ঢাকার জগন্নাথ স্কুলে ভর্তি হয়ে তৃতীয় বিভাগে এন্ট্রান্স পাস। ঢাকা কলেজ থেকে তৃতীয় বিভাগে এফএ পাস। সেখানে বিএ ক্লাসে অধ্যয়নকালে বাবা ও মায়ের মৃত্যু ঘটায় কলেজের পাঠ ত্যাগ করে কর্মজীবনে প্রবেশ করতে হয়। প্রথমে হবিগঞ্জ স্কুলে তৃতীয় শিক্ষকের পদে নিযুক্ত। প্রাইভেট পরীক্ষা দিয়ে ইংরেজিতে অনার্সসহ দ্বিতীয় বিভাগে বিএ পাস। এরপর কুমিল্লা শম্ভুনাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক। কিছুকাল পর কুমিল্লা ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষক নিযুক্ত। পল্লী অঞ্চলে ঘুরে ঘুরে প্রাচীন বাংলা পুঁথি সংগ্রহ। পুঁথি থেকে উপকরণ নিয়ে রচনা করেন প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ধারাবাহিক ইতিহাস বঙ্গভাষা ও সাহিত্য। এ অসাধারণ গ্রন্থ রচনার জন্য রবীন্দ্রনাথের কাছ থেকে অভিনন্দনপত্র লাভ। পুঁথি সংগ্রহ, তা পাঠ ও বিশ্লেষণ, গ্রন্থ রচনা ইত্যাদি কাজে অস্বাভাবিক পরিশ্রমের দরুন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য কলকাতায় গমন (১৮৯৭)। প্রায় আড়াই বছর রোগভোগের পর সুস্থ হয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষায় বাংলা বিষয়ের পরীক্ষক ও রিডার নিযুক্ত। ১৯১০ সালে এই বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত। তার 'History of Bengali Language and Literature' গ্রন্থ প্রকাশিত হলে পাশ্চাত্যের বহু মনীষীর কাছ থেকে ভূয়সী প্রশংসা লাভ। ‘বঙ্গ-সাহিত্য-পরিচয়’ তার একখানি উল্লেখযোগ্য গবেষণামূলক গ্রন্থ। ‘মৈমনসিংহ গীতিকা’ ও ‘পূর্ববঙ্গগীতিকা’ সম্পাদনা করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন। ১৯২০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘বাংলা ভাষা ও সাহিত্য’ বিভাগ খোলা হলে এর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘ডি-লিট’ (১৯২১) ডিগ্রি ও ‘জগত্তারিণী স্বর্ণপদক’ (১৯৩১) এবং ভারত সরকার কর্তৃক ‘রায়বাহাদুর’ (১৯২১) উপাধিতে ভূষিত । বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় পথিকৃৎ। তিনি বঙ্গভঙ্গ সমর্থন করেছিলেন মুসলমান সমাজের সাথে। মৃত্যু কলকাতায়, ২০ নভেম্বর ১৯৩৯ সালে। হ


আরো সংবাদ



premium cement