২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

অ ভি ম ত : বিটিভির পরিবর্তন দরকার

-

প্রথম বাংলা টেলিভিশন ও এদেশের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ‘বিটিভি’ প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে। জাপানের এনএইচকে টেলিভিশনের পর এশিয়ায় সবচেয়ে পুরনো টেলিভিশন বিটিভি। উল্লেখ্য, এনএইচকের সম্প্রচার শুরু হয়েছিল ১৯৫৩ সালে। বিটিভি এদেশের একমাত্র টেরেস্ট্রিয়াল চ্যানেল, এর নেটওয়ার্ক প্রায় ৯৫ শতাংশ এলাকাজুড়ে। একসময় এটিই একমাত্র চ্যানেল ছিল এদেশে। গোড়াপত্তন থেকেই মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে আকাশচুম্বী দর্শকপ্রিয়তা পায় বাংলাদেশ টেলিভিশন। সেই সময় বিটিভির এ সপ্তাহের নাটক, ধারাবাহিক নাটক এমনকি ম্যাগাজিন অনুষ্ঠানের জন্যও দর্শক ঘড়ি ধরে অপো করত। জাতীয় টিভি চ্যানেলটি আশির দশক পর্যন্ত জনপ্রিয়তা ধরে রাখে। বিটিভির সঙ্গীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান, ইংলিশ মুভি এসবের আকর্ষণও ছিল দুর্দম্য। বিটিভির যন্ত্রপাতি সেই পুরনো ম্যানুয়াল পদ্ধতির আজো।
কালক্রমে সব কিছুই বদলায়। দেশের অন্য টিভি চ্যানেলগুলো যেখানে সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে, সেখানে ক্রমেই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বিটিভি। অন্য চ্যানেল দেখার সুযোগ থাকলে কেউ বিটিভি দেখে না এটাই আজকের দুঃখজনক বাস্তবতা। বিটিভির কখন কী অনুষ্ঠান হয় সেটাই তো এখন শতকরা নিরানব্বই ভাগ মানুষ বলতে পারেন না। এমনকি রিমোট কন্ট্রোলের কত নম্বর বাটনে চাপ দিলে বিটিভি চ্যানেল আসবে, তাও বেশির ভাগ মানুষ জানেন না। আজ বিটিভি তারাও দেখতে চান না, যাদের আর কোনো চ্যানেল দেখার উপায় নেই। অনেকদিন ধরেই এ অবস্থা। যত দিন আসছে ততই গণবিচ্ছিন্ন হতে হতে বিটিভির দুর্দশা এখন চরমে। সরকারের ভুল নীতি, ত্রুটিপূর্ণ নিয়োগপদ্ধতি এবং অযৌক্তিক পদোন্নতি একটি প্রতিষ্ঠানকে কিভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিতে পারে, তার প্রমাণ রাষ্ট্রীয় প্রচারমাধ্যমÑ বিটিভি। সম্প্রচার জগতের নন্দিত ও শক্তিশালী এই প্রতিষ্ঠান আশির দশক থেকে বিভিন্ন সরকারের অবহেলায় আজকের এই বাজে অবস্থায় এসে দাঁড়িয়েছে। বিটিভির খবর ও অনুষ্ঠানের মান নিয়ে দেশের জনগণের ােভ, হতাশা ও সমালোচনা খুবই যৌক্তিক। বিটিভির খবর অনেকদিন আগেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, সরকারের প্রতি অতিরিক্ত আনুগত্যের কারণে। আজ বাধ্য না হলে একজন মানুষও অনুষ্ঠান দেখেন না এমন প্রতিষ্ঠান বিটিভি আমাদের রামপুরার বিশাল জায়গা আর দেশের সেরা অবকাঠামোর অহঙ্কার নিয়ে আছে। সরকার আসে সরকার যায়, কিন্তু বিটিভি বদলায় না। জনগণের টাকায় এমন একটি প্রতিষ্ঠান চালানোর কি খুব প্রয়োজন? আজ এটা মূলত সরকার ও সরকারি দলের নেতা সমর্থকদের প্রচারযন্ত্রে পরিণত হয়েছে। সময়ের পরিপ্রেেিত বিটিভির আধুনিকায়ন বা স্বায়ত্তশাসন কিংবা বন্ধ করে দেয়াসহ অন্য একটা গ্রহণযোগ্য বিকল্প পন্থা বেছে নেয়া এখন দরকার।
মুনযির আকলাম
কোরপাই, কুমিল্লা-৩৫০০
moonzeerahcklham@gmail.com


আরো সংবাদ



premium cement