২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

আগামী ডাকসু নির্বাচনে অংশ না নেয়ার কারণ জানালেন ভিপি নুর

আগামী ডাকসু নির্বাচনে অংশ নেবেন না নুর। - ফাইল ছবি

আর মাত্র ৩৫ দিন পর শেষ হতে যাচ্ছে গতবা‌রের নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) মেয়াদকাল। তবে এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ক্যাম্পাসের ছাত্র সংগঠনগুলোরও কোনো কর্মতৎপরতা ও আগ্রহ এ পর্যন্ত চোখে পড়ছে না।

ডাকসু সূ‌ত্রে জানা যায়, সর্বশেষ ডাকসুর বৈঠকে বর্তমান সমাজসেবা সম্পাদক আকতার হোসেন আগামীর নির্বাচনের বিষয়ে ঢা‌বি ভি‌সির দৃষ্টি আকর্ষণ করলেও কোনো মন্তব্য করেননি তিনি।

শিক্ষার্থীদের বিপুল জনপ্রিয়তা নিয়ে নির্বাচিত হন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নেতা নুরুল হক নুর। নির্বাচিত হয়ে তিনি বাধার মুখে কোনো কাজই ঠিকভাবে শেষ করতে পারেননি। আর ডাকসুর জন্য বরাদ্দকৃত টাকাও তিনি ডাকসুর উন্নয়নে ব্যয় করতে পারেননি বলে অভিযোগ করেন তিনি। এছাড়া ডাকসুতে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সংখ্যাগরিষ্ঠ থাকায় এর কার্যক্রম পরিচালনায় বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছেন বলেও অভিযোগ তার।

জানতে চাইলে ভিপি নুর দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘আমি চাই নতুনদের মধ্যে আগ্রহ তৈরি হোক। নতুনদের মাঝখান থেকে নেতৃত্ব উঠে আসুক। আমরা পুরোনোরা যদি পদ আঁকড়ে থাকি তাহলে তো নতুনরা আগ্রহ হারিয়ে ফেলবে।’

নূর ব‌লেন, ‘যেহেতু আমি একটা সংগঠন করি সেখানে আরো অনেক নেতৃত্ব দেয়ার মতো উপযুক্ত ব্যক্তি আছেন। সেখান থেকে আমি চাচ্ছি আগামীর নেতৃত্বের জন্য ডাকসু নির্বাচনে অংশ নিক।’

আগামীর ডাকসু নির্বাচনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে ভি‌পি পদে কে নির্বাচন করবেন এমন প্রশ্নের জবাবে নূর বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা এখনো বসিনি। সে বিষ‌য়ে বৈঠকে সম্মিলিতভাবে আমরা সিদ্ধান্ত নিব।’

তিনি বলেন, নির্বাচন আসলে ঠিক সময়ে হচ্ছে কিনা সেটাও একটি বিষয়। নির্বাচনের বিষয়ে গত বছর একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র সংগঠনগুলোর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও কর্মতৎপরতা ছিল লক্ষ্যণীয়। কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্ত‌রিকতা ও ছাত্র সংগঠনগুলোর মধ্যে কোনো তৎপরতা, আগ্রহ দেখছি না।

ভিপি নুর বলেন, ‘আমি নির্বাচনে অংশ না নিলেও আগামী নির্বাচনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেল অংশ নিবে। নানা বাধা ও প্রতিবন্ধকতার মাঝেও শিক্ষার্থীরা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। আমি যেমনিভাবে শিক্ষার্থীদের অধিকার ও দাবির পক্ষে ছিলাম আগামীতেও ঠিক একইভাবে তাদের পাশে থাকবো।’

প্রায় তিন দশক পর গেল বছরের মার্চে শিক্ষার্থীদের সরাসরি ভোটে ডাকসুর ভিপি পদে নির্বাচিত হন নুরুল হক নুর। একই প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন আক্তার হো‌সেন। ২৫‌টি প‌দের বাকি সব কটি পদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদ গঠন করে ছাত্রলীগ।


আরো সংবাদ



premium cement
অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর পাথরঘাটায় বদর দিবস পালনে দেড় হাজার মানুষের ইফতারি আদমদীঘিতে ৭২ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : মন্ত্রী গাজীপুরে গাঁজার বড় চালানসহ আটক ২ দুই ঘণ্টায় বিক্রি হয়ে গেল ২৫০০ তরমুজ ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান

সকল