২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নিজেরাই নিজেদের ওপর হামলা করেছে : তাপস

নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তাপস (ফাইল ফটো) - ছবি : নয়া দিগন্ত

নিজেরাই নিজেদের ওপর হামলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ সোমবার রাজধানীর ডেমরা সারু‌লিয়া এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তাপস বলেন, নিজেরাই নিজেদের উপর হামলা করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর দোষ চাপিয়ে দেয়া হচ্ছে। তারা আগামী ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

তিনি বলেন, সাধারণ মানুষের কাছে নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল হিসেবে উপস্থাপন করতে তারা (‌বিএন‌পি) পায়তারা করছে।

তিনি আরো ব‌লেন, যেখানে যাচ্ছি সেখানে ঢাকাবা‌সীর স্বতস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমাদের রুপ রেখা ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে। আমরা নির্বাচিত হলে নব্বই দিনের মধ্যে সব নাগরিক সুবিধা দোরগোড়ায় পৌঁছে দিব।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তাপস ব‌লেন, আধু‌নিক ও সচল ঢাকা গড়‌তে আমরা প্ররয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সেইসাথে ঐতিহ্যের ঢাকা, আধুনিক ঢাকা, উন্নত ঢাকা ও সচল ঢাকা গড়তে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যেসব নতুন ওয়ার্ড ঢাকার সা‌থে যুক্ত হ‌য়ে‌ছে সেসব ওয়ার্ডগু‌লো‌তে নগ‌রের সব আধু‌নিক সু‌বিধা দেয়া হ‌বে।


আরো সংবাদ



premium cement